অভিনয়ের চেয়ে প্রেম ও আবেদনময়ী ছবির জন্য বেশি আলোচিত দিশা পাটনি। ভক্তদের কাছেও দিশা মানে হট টপিক। বছরের শুরুতে তেমনই আরো এক খবর দিলেন এই বলিউড তারকা। এক গানে নাচার জন্য তিনি নিলেন দেড় কোটি রুপি। 

কোনো আইটেম গানে এটি তার সর্বোচ্চ পারিশ্রমিক। দক্ষিণী তারকা আলু আর্জুনের সিনেমা ‌‌‘পুষ্পা’র জন্য নির্মিত হয়েছে এই আইটেম গান। যেখানে আবেদনময়ী দিশাকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেন সুকুমার। 

সুকুমারের সিনেমা মানেই বড় বাজেটের আইটেম গান। তার আগের সিনেমা ‘রাঙ্গাষঠালাম’-এ বড় বাজেটের আইটেম গান যোগ করেন। যেখানে রাম চরনের সঙ্গে নেচেছিলেন দক্ষিণী তারকা পূজা হেজ। 

সুকুমার নতুন সিনেমার জন্য বলিউড কোনো তারকাকে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ি দিশাকে নির্বাচন করা হয়। ‘পুষ্পা’ সিনেমাটি কয়েক ভাষায় মুক্তি পাবে। তাই গান হিটের জন্য একজন বলিউড তারকাকে খুঁজছিলেন নির্মাতা। 

তেলেগু সিনেমা ‘পুরিস লোফার’ দিয়ে ক্যারিয়ার শুরু দিশার। এর জুটি বাঁধেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‌‘এমএস ধনি : দ্য আনটোল্ড স্টোরি’। এই সিনেমা দিয়ে পরিচিতি পান তিনি। পরবর্তীতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধেন ‘বাঘি ২’ সিনেমায়।

‘বাঘি ২’ সিনেমার পর টাইগারের সঙ্গে প্রেমে জড়ান দিশা। সমালোচকদের মন্তব্য অভিনয়ের জন্য নয়, টাইগারের প্রেমিকা হিসেবেই বেশি জনপ্রিয় দিশা। যদিও ‘বাঘি ২’-এর পর টাইগারের সঙ্গে কোনো সিনেমা জুটি বাঁধেননি তিনি। 

এমআরএম