করোনার টিকা নিয়ে সৃজিতের ব্যঙ্গাত্মক পোস্ট
মহামারির কবলে পড়ে ভারতের অবস্থা ভয়াবহ। এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন টিকার। কিন্তু এমন ক্রান্তিকালে পশ্চিমবঙ্গে টিকার সংকট দেখা দিয়েছে। প্রথম ডোজ এখনও পায়নি অনেকে। অনেকে আবার দ্বিতীয় ডোজের জন্য হাহাকার করছে।
সামাজিক মাধ্যমে এমন পরিস্থিতিতে ব্যঙ্গাত্মক একটি পোস্ট শেয়ার করলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। যেখানে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ সিনেমার কিছু সংলাপ নতুন করে তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
যেখানে মুকুল বলছে, সে ভ্যাকসিন ও অক্সিমিটারের ছবি আঁকছে। ভ্যাকসিনেশন সেন্টারে কোভ্যাকসিনের জন্য দাঁড়িয়ে থাকার কথাও বলা হচ্ছে। এরপরই সংলাপ হিসেবে লেখা হয়েছে, ‘প্রথম ডোজ নেওয়ার পরে পরের ডোজ ৪ সপ্তাহ, ৮ সপ্তাহ, ৯০ দিন করে পেছাতে পেছাতে এক জন্মে একটা, আরেক জন্মে আরেকটা নিলে সবচেয়ে বেশি কার্যকর হবে।’
কিছুদিন আগেও করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সৃজিত। পরে তিনি জানান, এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন করোনা টিকা নেওয়ার বয়স ৪০ করে দেওয়া হয়েছে। সেই কারণেই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
উল্লেখ্য, ভারতে এই সময়ে অক্সিজেন ও হাসপাতালে বেড নিয়ে বেশ সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতে সামাজিক মাধ্যমে নিয়মিত বিভিন্ন তথ্য শেয়ার করছেন সৃজিত।
বিজ্ঞাপন
এমআরএম