শান্তার উপস্থাপনায় টিভিতে চলছে ১০ অনুষ্ঠান
নতুন প্রজন্মের উপস্থাপকদের মধ্যে আলোচিত নাম শান্তা জাহান। টিভি অনুষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্টেজ, কর্পোরেটসহ বিভিন্ন শো উপস্থাপনা করে এরইমধ্যে সুনাম কুড়িয়েছেন তিনি। বর্তমানে ৮টি টিভি চ্যানেলে শান্তার উপস্থাপনায় প্রচারিত হচ্ছে ১০টি অনুষ্ঠান।
এটিএন বাংলা এবং আরটিভিতে একসঙ্গে দুটি করে অনুষ্ঠান প্রচার হচ্ছে শান্তার উপস্থাপনায়। এটিএন বাংলায় প্রতি শুক্রবার শান্তার উপস্থাপনায় প্রচারিত হচ্ছে বীমা নিয়ে অনুষ্ঠান ‘সোনালী জীবন’ এবং প্রতি শনিবার প্রচারিত হচ্ছে সিনেমার গান ও গল্প নিয়ে ‘স্বর্ণালী সাদাকালো’। আরটিভিতে প্রতি বুধবার প্রচারিত হচ্ছে সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’ এবং প্রতি বোরবার প্রচারিত হচ্ছে ‘প্রবাসে পরবাস’।
বিজ্ঞাপন
এছাড়া বিটিভিতে প্রতি শুক্রবার ‘ছায়াছন্দ’, এনটিভিতে প্রতি বৃহস্পতিবার একটি লাইভ সংগীতানুষ্ঠান, চ্যানেল টুয়েন্টি ফোরে প্রতি সোমবার ‘সতর্ক সংকেত’, এসএ টিভিতে প্রতি বৃহস্পতিবার ‘ফোক স্টেশন’, বাংলাভিশনে ‘তারকা আড্ডা’ এবং চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে ‘সিনে টিউন’।
শান্তা বলেন, “২০০৯ সালে চ্যানেল নাইনের ‘সোনার বাংলা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার উপস্থাপনায় অভিষেক। এরপর থেকে যত দিন গেছে ততই শেখার চেষ্টা করেছি। গত এক যুগে মানুষের ভালোবাসায় আজকের অবস্থানে আসতে পেরেছি।”
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘আমি কোনো মানুষ বা জিনিসকে যেভাবে চিনি, জানি সেভাবেই উপস্থাপনায় প্রকাশ করার চেষ্টা করি। বাড়তি কিছু না করে নিজের স্বাভাবিক কথা বলার মতো করে কাজটি করি বলে হয়তো মানুষ এতটা পছন্দ করে। সবার অনুপ্রেরণা নিয়ে আরও বহুদূর যেতে চাই।’
বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন শান্তা। কিছুদিন আগেই চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে তিনি মডেল হন ‘এইচআরআরএম স্টিল’ এর একটি বিজ্ঞাপনচিত্রে। ‘একটি কথা হয়নি বলা’ শিরোনামের একটি গানের ভিডিওতেও দেখা গেছে তাকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি ও ইউসুফ।
আরআইজে