করোনা পজিটিভ নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ
নিয়মিত করোনা আক্রান্তের খবরে আসছেন দেশের তারকারা। এবার জানা গেল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ করোনা পজিটিভ।
নুসরাত ফারিয়া জানান, কয়েকদিন ধরে জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত তিনি। আশঙ্কা থেকে করোনার টেস্ট করান এবং পজিটিভ আসে। তবে শারীরিক কোনো জটিলতা দেখা দেয়নি। পূর্ণ বিশ্রামের রয়েছেন এই তারকা। সবার কাছে দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
‘যদি কিন্তু তবু’ শিরোনামে ওয়েব ফিল্মে শুটিং করছেন নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করছেন শিহাব শাহীন। এখানে নুসরাত ফারিয়ার বিপরীতে রয়েছে অপূর্ব। শুটিং থেকে করোনা আক্রান্ত হোন এই তারকা।
অন্যদিকে নিজের ফেসবুক পেজে আজ একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে করোনা আক্রান্তের খবর দেন।
বিজ্ঞাপন
ভিডিওতে আরিফিন শুভ বলেন, ‘শুক্রবার রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ। আমি অফিশিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা সমস্যা হচ্ছে না। আমি পুরোপুরি বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।’
আরিফিন শুভ বর্তমানে কোনো শুটিং করছেন না। তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এমআরএম