ক্যারিয়ারের দশ বছর পূর্ণ করলেন রণবীর সিং। বলিউডে বর্তমান শীর্ষ জনপ্রিয় তারকদের একজন তিনি। কিন্তু যেহেতু তিনি কোনো স্টার কিড নন। তাই শুরুটা হয় চড়াই-উৎরাই-এর মধ্য দিয়ে। এরপর পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে আজকের ‍সুপারস্টার রণবীর সিং। 

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক রণবীর সিং-এর। আজ সফলতার চূড়ায় দাঁড়িয়ে পেছনের সময়গুলো স্মৃতিচারণ করেন তিনি। ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, সাড়ে তিন বছর তাকে স্ট্রাগল করতে হয়েছে। অবশেষে সফলতার কাছাকাছি পৌঁছান তিনি। 

‘ব্যান্ড বাজাও বারাত’ সিনেমায়  রণবীর ও আনুশকা

রণবীর সিং বলেন, ‘বলিউডে এখন কাজের সুযোগ অনেক। যা আমি পাইনি। আমার আগে সেটি আরো কম ছিল। নিজের পোর্টফোলিও নিয়ে প্রোডাকশন হাউজের অফিসে ঘুরে বেড়িয়েছি। অনেক প্রোডাকশন হাউজ পাত্তা দিত না। অবশেষে ‘ব্যান্ড বাজা বারাত’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাই। এছাড়াও অনুরাগ স্যারের সঙ্গে কিছু ছোটখাটো বাজেটের সিনেমায় কাজ করি। এগুলো আমার জীবনের স্মৃতি। এখন অনুরাগ স্যার ও নিখিল স্যার আমাকে দেখলে অবাক হয়ে যান। কীভাবে শুরু করেছিলাম আর আজ কীভাবে চলছি।শুরুতে কখনো ভাবিনি বলিউডে আমার ভাগ্য এমন জায়গায় আসবে। কৃতজ্ঞ প্রতিটি মানুষকে। যারা আমাকে সুযোগ দিয়েছেন। আমার ওপর বিশ্বাস রেখেছেন।’

‘রামলীলা’ সিনেমা দিয়ে প্রেম শুরু হয় রণবীর ও দীপিকার

২৪ বছর বয়সে রণবীর সিং ‘পাটিওয়ালা হাউস’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সেই সিনেমার জুটি ছিলেন অক্ষয় কুমার ও অনুশকা শার্মা। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ হারান রণবীর। এরপর সুযোগ পান ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় অভিনয়ের। 

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

‘রাম লীলা’ সিনেমা দিয়ে দীপিকার সঙ্গে জুটি বাঁধেন রণবীর। সেই থেকে সখ্যতা এবং প্রেম। অবশেষে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।  

এমআরএম