ফুয়াদ আল মুক্তাদির। ছবি : সংগৃহীত

সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের খোঁজ নেই দীর্ঘদিন। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত রয়েছেন তিনি। সম্প্রতি চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। যেখানে তার পুরোনো গানগুলো নতুন মোড়কে সাজিয়ে পোস্ট করছেন।

এই খবর দেয়ার আগে কিছু একটার খোঁজ করছিলেন ফুয়াদ। একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘বেশ কয়েকদিন ধরে অনেক ট্রাই করছি। কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না! কী করবো সেটাও বুঝতেছি না! এদিকে গানও অলমোস্ট রেডি। এবার আপনাদের হেল্প দরকার!’

কিন্তু কী খুঁজছেন ফুয়াদ! সেই রহস্য নিজেই উন্মোচন করলেন ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার)। নতুন শিল্পীদের জন্য দারুণ খবর দিলেন এই সঙ্গীতপরিচালক। ফেসবুকে আরও একটি পোস্টে ফুয়াদ বলেন, ‘বেশ কয়েকদিন ধরে সবখানেই খুঁজছি। ভাবছো, এত কী খুঁজছি আমি? খুঁজছি তোমাদেরকেই! কারণ অনলাইনে শুরু হচ্ছে ‘নতুন গানের খোঁজে’। এবার আমার সুরে তোমার গান, ইন্টারনেটের মাধ্যমে চাইলেই সম্ভব!’

ফুয়াদের হাত ধরে এর আগেও অনেক নতুন শিল্পীর যাত্রা শুরু হয়েছে। আবারও সেই উদ্যোগ নিলেন তিনি। সুযোগটি কীভাবে পাওয়া যাবে সেটিও জানিয়ে দেন। 

পছন্দের যেকোনো কাভার বা নিজের গান গেয়ে আপলোড করতে হবে ফেসবুক বা ইউটিউবে। আর ক্যাপশনে লিখতে হবে #gaanerkhoje। এতেই গানটি পৌঁছে যাবে ফুয়াদের হাতে। সেখান থেকে নির্বাচন করা হবে সেরা ৩ জনকে। যারা ফুয়াদের সুর ও সঙ্গীতে গান গাওয়ার সুযোগ পাবেন। 

এমআরএম