সমরজিতের শততম গান, সুর করেছেন হৈমন্তী শুক্লা
হৈমন্তী শুক্লার সঙ্গে সমরজিৎ রায়, ছবি : সংগৃহীত
দেশের গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায় ভারতেও বেশ পরিচিত। বিশেষ করে কলকাতায় অনেক শ্রোতা রয়েছে তাঁর। এবার নিজের শততম গান প্রকাশ করতে যাচ্ছেন চট্টগ্রামের এই গায়ক। আর এই গানটির সুর করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা।
‘কিছু কিছু রাত’ শিরোনামের গানটিতে হৈমন্তী শুক্লার সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন সমরজিৎ। এটির কথা-সুর সমরজিতেরই। এর আগে নিজের জন্য কয়েকটি গানের সুর করলেও এবারই প্রথম অন্যের জন্য সুর করলেন হৈমন্তী শুক্লা।
বিজ্ঞাপন
এক ভিডিও বার্তায় হৈমন্তী শুক্লা বলেন, ‘সমরজিৎ আমার অত্যন্ত স্নেহের। খুব গুণী ছেলে। ভালো সুর করে এবং লেখে। ওর লেখা ও সুরের গান আমি গেয়েছি আগেই। গান বাজনা সম্পর্কে ভীষণ জ্ঞান রাখে। ছোট ছেলের মতো সমরজিৎ একদিন বায়না করল একটা গানের সুর করে দিতে হবে। কিন্তু আমি তো সুরকার নই। এর আগে সমরজিৎ এর কথা ও সুরে গান করেছিলাম। এবার ওর বায়নায় ওর জন্য আমি সুর করে দিলাম। গানটা বেশ ভালো লিখেছে সে, গেয়েছেও ভালো। এতো সুন্দর সংগীতায়োজন করেছে যে সর্বোপরি গানটি বেশ ভালো দাঁড়িয়েছে। আপনাদের ভালো লাগলেই আমাদের স্বার্থকতা।’
অন্যদিকে সমরজিৎ বলেন, ‘আমি ভীষণভাবে আবেগে আপ্লুত যে, হৈমন্তী দিদির মতো এতো বড় মাপের একজন শিল্পী আমার জন্য সুর করেছেন। এটা আমার জীবনের বিশাল প্রাপ্তি। ওনার সঙ্গে দ্বৈত কন্ঠে গাইতে পারাটাও ছিল আমার কাছে স্বপ্নের মতো।’
বিজ্ঞাপন
‘কিছু কিছু রাত’ শিরোনামের গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। শব্দগ্রহণে ছিলেন এ.বি. লিমন। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। চিত্রগ্রহণে লেন্স প্লাস এবং ভিডিও সম্পাদনায় মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। আগামী ২৪ জানুয়ারি সমরজিৎ রায়ের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি প্রকাশ করা হবে।
আরআইজে