‘ওভিসি’তে কমল ও রোমেল আলী

বাংলাদেশের অন্যতম সেরা গিটারিস্ট অকাল প্রয়াত নিলয় দাশ। নতুন প্রজন্মের কাছে এখন তিনি প্রায় বিস্মৃত। এই গিটারসাধককে স্মরণ করে এবার তৈরি হলো একটি বিশেষ ওভিসি (অনলাইন ভিডিও কমিউনিকেশন)।

এটি তৈরি হয়েছে সুপারশপ স্বপ্নর উদ্যোগে। তৈরি করেছে সল্ট ক্রিয়েটিভস। নির্দেশনায় নির্মাতা ফাহাদ খান।

বিশেষ এই ওভিসিতে নিলয় দাশকে নিয়ে স্মৃতি চারণ করেছেন ওয়ারফেজ ব্যান্ডের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল ও পিয়ানো বাদক রোমেল আলী।

এ প্রসঙ্গে কমল বলেন, ‘নিলয় দা ছিলেন আমাদের হৃদয়ের কাছের মানুষ। তাঁর প্রতি সম্মান জানাতেই আমরা কাজটি করেছি।’

রোমেল আলী বললেন, ‘নীলয় দাশের গিটার বাজানো দেখে দেখে সেগুলো আমি কিবোর্ডে তুলতাম। তার কাজ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। বিশেষ এই ওভিসির মাধ্যমে আমরা তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি।’

নীলয় দাশ, ছবি : সংগৃহীত 

১৯ জানুয়ারি ছিল জাতীয় শিক্ষক দিবস। এই দিনটিকে উপলক্ষ করেই মূলত ওভিসিটি তৈরি করা হয়েছে। যা আজ (২০ জানুয়ারি) প্রকাশ করা হবে স্বপ্নর ফেসবুকে পেজে।

এ প্রসঙ্গে স্বপ্নর হেড অব বিজনেস ও সংগীতশিল্পী মাহাদী ফয়সাল বলেন, ‘আমাদের সমাজে শিক্ষকদের অবদান অতুলনীয়। সংগীত শিক্ষকদের আমরা শ্রদ্ধা জানাতে চাই প্রয়াত সংগীতজ্ঞ নিলয় দাশকে দিয়ে। বাংলাদেশের রক মিউজিকে নিলয় দাশ যে অবদান রেখে গেছেন তা কখনো ভোলার নয়। অনেক বড় বড় গিটারিস্টের জন্ম হয়েছে তার হাত ধরে। তাঁর প্রতি সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।’

উল্লেখ্য, গিটার বাদক হিসেবে বিখ্যাত হলেও একাধারে গায়ক, সুরকার, সংগীতপরিচালক ও সংগীত শিক্ষক ছিলেন নীলয় দাশ। তিনিই বাংলাদেশে প্রথম নিউ ক্ল্যাসিক্যাল, ব্লুজ, স্পিডমেটাল ও জ্যাজ মিউজিক চর্চা শুরু করেন। 

আরআইজে