ম্যাজিক বাউলিয়ানার ৫ বিজয়ীর সঙ্গে গাইলেন তারকারা
নয়ন শীলের সঙ্গে গেয়েছেন কুসুম শিকদার, ছবি : সংগৃহীত
লোক গানের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ শুরু হয়েছিল ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর। এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছিলেন ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। সেখান থেকে দীর্ঘ অডিশন ও সিলেকশনের মাধ্যমে মুল রাউন্ডে আসেন সেরা ২৬ জন। যাদের মধ্যে থেকে বিচারকদের রায়ে নির্বাচিত হন সেরা পাঁচজন।
তারা হলেন-লালমনিরহাটের সিরাজাম মুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ির সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়ন শীল। চ্যাম্পিয়ন নির্বাচনের আগেই শুরু হয় করোনা মহামারি। ফলে প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে আয়োজন করতে পারেনি আয়োজকরা।
বিজ্ঞাপন
মাঝে গত ২২ অক্টোবর আয়োজক মাছরাঙা টেলিভিশন সেরা পাঁচ প্রতিযোগির প্রত্যেকের হাতে তুলে দেয় আড়াই লাখ টাকার প্রাইজমানি। তখন তাদের প্রত্যেককে আলাদা আলাদা মিউজিক ভিডিও করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
এবার প্রকাশ পেলো সেসব মিউজিক ভিডিও। আর এসব ভিডিওর গানে বাউলিয়ানার শিল্পীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের কয়েকজন অভিনয়শিল্পী। যারা গানও করে থাকেন।
বিজ্ঞাপন
ইতি ইব্রাহিমের সঙ্গে গেয়েছেন চঞ্চল চৌধুরী, সিরাজাম মুনিরা পাখির সঙ্গে ফজলুর রহমান বাবু, সোহেল ভেড়োর সঙ্গে তারিন, পলাশ চন্দ্র শীলের সঙ্গে মেহের আফরোজ শাওন এবং নয়ন শীলের সঙ্গে গেয়েছেন কুসুম শিকদার।
আরআইজে