‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি তমার প্রাক্তন স্বামীর
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে তার স্বামী হিশাম চিশতির বিয়ে বিচ্ছেদ নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়। একে ওপরের বিরুদ্ধে মামলাও করেছিলেন। নায়িকার অভিযোগ যৌতুক দাবি করেন তার স্বামী। শুধু তাই নয়, এজন্য হিশাম নির্যাতনও করতেন তাকে। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন হিশাম।
এসব বিষয় যখন স্বাভাবিকের দিকে যাচ্ছে, তখনই অন্যদিকে মোড় নিল ঘটনা। সামাজিক মাধ্যমে তমার বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। সেখান তিনি ফেসবুক লাইভ করে তমার ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি দেন।
বিজ্ঞাপন
হিশাম লেখেন, ‘আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব কিভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে সে (তমা) শুয়েছে। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করব।’
তিনি আরও লেখেন, ‘খুব শিগগিরই এটা প্রকাশিত হবে। এতে সে আত্মহত্যা করবে নাকি করবে না, আমার এ নিয়ে চিন্তার সময় নেই। হয়তো তার সব গ্রাহক ও লোভী মা তাকে আত্মহত্যা করতে দেবে না। কিন্তু আমি মনে করি, তার এটাই প্রাপ্য।’
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে তমা মির্জা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এছাড়াও এ নিয়ে খুব একটা কথাও বলতে চান না তমা। ঢাকা পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে এসব প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতো, ও ওর মতো আছে। এর বাইরে আপাতত আর কিছু বলার নাই।’
হিশামের স্ট্যাটাসটি নজরে এসেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের। পুলিশের এডিসি নাজমুল হোসন পোস্টে মন্তব্য করেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব।’
এমআরএম