মহামারিকে পরাভূত করে আবার জেগেছে মঞ্চ। গত বছরের শেষে শিল্পকলার প্রাঙ্গণ ফিরে পায় পুরোনো উদ্যোম। নাট্যকর্মী ও দর্শকদের পদচারণায় প্রাণ ফিরে আসে এখানে। দেশের প্রথম সারির বিভিন্ন নাট্যসংগঠন মঞ্চে ছুটির দিনগুলিতে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন করছে। 

এবার লোক নাট্যদল (বনানী) প্রায় এক বছর পর দেশের সর্বাধিক মঞ্চায়িত সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করতে যাচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চসহ হবে। 

মঞ্চে ‘কঞ্জুস’ নাটকের দৃশ্য

ফরাসি নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ভিত্তিতে রূপান্তরিত। যারা উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে এক বিশেষ ধারায় কথা বলেন। তাদের জীবনধারার আবহ তৈরি করার জন্য এই নাটকে পুরোনো দিনের জনপ্রিয় সব হিন্দি গান ব্যবহৃত হয়েছে। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবু তাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমুখ। 

মঞ্চে ‘কঞ্জুস’ নাটকের দৃশ্য

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারি নাটকটির ১০০তম প্রদর্শনী হয়। ৪০০তম প্রদর্শনী হয় ২০০১ সালের ২১ সেপ্টেম্বর। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নাটকটির ৫০০তম প্রদর্শনী হয়। এর মধ্যে ১৯৮৮ (লোক নাট্যদল টিএসসি) ও ২০০৫ সালে (লোক নাট্যদল বনানী) লোক নাট্যদল বিভক্ত হয়। পরে লোক নাট্যদল (টিএসসি) আর সক্রিয় থাকেনি। লোক নাট্যদল (বনানী) অন্য নাটকসহ কঞ্জুস নিয়ে তাদের চর্চা চালিয়ে যাচ্ছে।

এমআরএম