ভালোবাসা দিবসের নাটকে তাহসান-সুনেরাহ
তাহসান ও সুনেরাহ। ছবি : সংগৃহীত
ভালোবাসা দিবসের অন্যতম আকর্ষণ ‘ক্লোজআপ কাছে আসার গল্প’। প্রতি বছর দর্শকদের কাছে গল্পের আহ্বান করা হয়। যেখান থেকে ৩টি গল্প নির্বাচন করা হয়। যেগুলোর চিত্রনাট্য তৈরি করে নির্মাণ করেন দেশের জনপ্রিয় নির্মাতারা।
এবছর গল্প নির্বাচনের কাজ শেষ হয়েছে এরইমধ্যে। শুরু হয়েছে শুটিংও। নাটগুলো এবার নির্মাণ করবেন অনম বিশ্বাস, রায়হান রাফি ও শঙ্খ দাস গুপ্ত।
বিজ্ঞাপন
শঙ্খ দাস গুপ্ত নির্মাণ করেছেন ‘শূন্য থেকে শুরু’শিরোনামে নাটকটি। শুটিং করেছেন শ্রীমঙ্গলে। এরপর ঢাকায় শেষ হয়েছে কাজ। যেখানে আবারও এই প্রজেক্টে কাজ করলেন ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার বিপরীতে রয়েছে তাহসান খান।
সুনেরাহ বলেন, ‘গত বছর এই প্রজেক্ট দিয়ে নাটকে প্রথম অভিনয় করা। আবারও কাজ করলাম। দারুণ এক গল্প নাটকটির। তাহসান ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ পেলাম এখানে। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে।’
বিজ্ঞাপন
নির্মাতা শঙ্খ বলেন, ‘এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। সবার জানা এটি দর্শকদের নির্বাচিত গল্প থেকে নির্মাণ করা। প্রতিবারের মতো এবারও দারুণ কিছু সামনে আসছে। বাকিটা প্রচারের পর দর্শকরা বলতে পারবেন।’
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি দেশের ১৮টি টিভি চ্যানেলে একযোগে রাত ৮টায় প্রচারিত হবে নাটকগুলো। এছাড়াও ডিজিটাল লাইভ স্ট্রিমিং করা হবে।
এমআরএম