ইবরার টিপুর পিয়ানোতে ‘তুমি আমার ঘুম’
ইবরার টিপু, ছবি : সংগৃহীত
দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপুর করা জনপ্রিয় গানগুলোর একটি ‘তুমি আমার ঘুম’। এতে কণ্ঠ দিয়েছিলেন টি ডব্লিউ সৈনিক। এই গানকে টাইটেল করেই ২০০৭ সালে টি ডব্লিউ সৈনিক প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম। প্রকাশের পর থেকেই জনপ্রিয়তার পাশাপাশি শ্রোতা মহলে প্রশংসিত হতে থাকে গানটি।
আজো সমানভাবে সমাদৃত সেই গানটি এবার নতুন করে গাইলেন ইবরার টিপু। ৫ ফেব্রুয়ারি রাতে নিজের অর্ণি রেকর্ডের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন তিনি। এবারের ভার্সনটি পিয়ানোর ওপর তৈরি করেছেন টিপু।
বিজ্ঞাপন
গানটি প্রসঙ্গে ‘ঢাকা পোস্ট’-এর সঙ্গে আলাপকালে টিপু বলেন, “এই গানের অনেক গল্প আছে। ২০০৪ সালে এটি তৈরি করেছিলাম। ২০০৬ সালে প্রকাশিত আমার প্রথম অ্যালবাম ‘চাই তোমায়’-এ গানটি রাখতে চেয়েছিলাম। কিন্তু সৈনিক ভাইয়ের প্রতি বড় একটা কৃতজ্ঞতাবোধ থেকে গানটি তাঁকে দিই। তিনি গাওয়ার পর তো ব্যাপক হিট।”
টিপু আরও যোগ করেন, ‘নিজের সেই ভালোলাগার জায়গা থেকেই গানটি এবার পিয়ানোতে করেছি। এবারের মিউজিকটা হয়েছে মাস্টার ক্লাস। গায়কীতেও আগের চেয়ে একটু ভিন্নতা আছে। সামনে লন্ডনে একটি শোতে যাওয়ার কথা আমার। যদি তাই হয় সেক্ষেত্রে ওখানকার ৪০ জন মিউজিয়িশানের সঙ্গে অর্কেস্ট্রায় গানটি করার ইচ্ছা আছে। আশাকরি নতুন এই ভার্সনটি শ্রোতারা পছন্দ করবেন।’
বিজ্ঞাপন
আসছে ভালোবাসা দিবসে টিপুর সুর-সংগীতায়োজনে প্রকাশিত হবে তাঁর স্ত্রী, সংগীতশিল্পী বিন্দু কনার একক গান-ভিডিও ‘হলুদিয়া পাখি’। এর বাইরে আরো একাধিক গান আসতে পারে টিপুর সুরে।
সম্প্রতি শেষ হওয়া আরটিভির রিয়ালেটি শো ‘বাংলার গায়েন’-এর তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করেন ইবরার টিপু। প্রতিযোগিতার থিম সংয়েও অন্যদের সঙ্গে শোনা যায় তাঁর কণ্ঠ।
আরআইজে