অভিমান ভুলে ফ্রেমবন্দি জয়া ও মিথিলা
সৃজিত মুখার্জির সিনেমা দিয়েই মূলত জয়া আহসান কলকাতায় নিয়মিত হন। তখন থেকে দুজনের প্রেম গুঞ্জনের বাতাস বইতে শুরু করে টালিগঞ্জে। যার আভাস টুকটাক পৌঁছায় বাংলাদেশ পর্যন্ত। কিন্তু এই আলোচনা ডার্ক সাইট পর্যন্তই। গণমাধ্যমেও এ নিয়ে খুব একটা বাড়াবাড়ি হয়নি।
কিন্তু এই সূত্র ধরে জয়া আহসানের সঙ্গে দূরত্ব তৈরি হয় মিথিলার। সৃজিতের সঙ্গে সম্পর্কের পর থেকে জয়াকে এড়িয়ে চলেন তিনি। এমনকি সৃজিত-মিথিলার বিয়েতে পর্যন্ত আমন্ত্রণ পাননি দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।
বিজ্ঞাপন
এবার হয়তো তিক্ততা ভাঙলো দুজনার। বহুদিন পর দেখা হওয়ায় আর মুখ ঘুরিয়ে থাকতে পারলেন না কেউ। নন্দন হলে একফ্রেমে দেখা গেল জয়া ও মিথিলাকে। সঙ্গে ছিলেন জাহিদ হাসান ও রিয়াজ। মিথিলা নিজে সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন।
কলকাতার নন্দনে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছিলেন জয়া আহসান, রিয়াজ ও জাহিদ হাসান। সেখানে আমন্ত্রণ অতিথি ছিলেন সৃজিত মুখার্জি। সেই সূত্রে বরের সঙ্গে পৌঁছান মিথিলাও।
বিজ্ঞাপন
নিজের দেশের চলচ্চিত্র উৎসব হচ্ছে কলকাতায়। তাই মিথিলা সেখানে যাবেন না, এমন তো হতে পারে না। কারণ সৃজিতপত্নী হলেও তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী।
কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ৩২টি সিনেমা প্রদর্শন হবে এবার। তথ্যমন্ত্রী ড. হাজান মাহমুদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বাংলাদেশের তারকা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, গৌতম ঘোষের মত গুণী নির্মাতারা।
এমআরএম