হ্যাকারদের কবল থেকে বাঁচতে তারকাদের ভরসা ‘ফেসবুক ভেরিফিকেশন’। কিন্তু তবুও যেন রেহাই নেই তাদের। এত নজরদারির মাঝেও নিরাপদ থাকছে না তাদের ফেসবুক পেজ। এমন বিপত্তিতে আবারও পড়েছেন চিত্রনায়ক বাপ্পী। 

সম্প্রতি ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি সবাইকে জানান বাপ্পী চৌধুরী। তিনি লেখেন, ‘আমার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। আমার সব এডমিন এখন পর্যন্ত সেটি নিজেদের দখলে আনতে পারছেন না। সকল ভক্ত-অনুরাগীদে জানাচ্ছি,দ পেজের কোনো পোস্টে বিভ্রান্ত হবেন না। সমস্যার সমাধান হলে সবাইকে জানানো হবে।’

বাপ্পী চৌধুরীর হ্যাকড হওয়া ফেসবুক পেজ

এক সপ্তাহ হলো হ্যাকড হয়েছে বাপ্পী ফেসবুক পেজ। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ‘ঢাকা পোস্ট’ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে বাপ্পী বলেন, ‘খুব বিপত্তিতে আছি এটি নিয়ে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। আবারও একই সমস্যায় পড়তে হলো। একের পর এক ভিডিও পোস্ট করা হচ্ছে পেজে। যদিও ক্ষতিকর কিছু নয়। তবুও এ নিয়ে বেশ চিন্তায় আছি।’

পেজ হ্যাকড নিয়ে কোনো ধরনের হুমকি বা সেই পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি এখনও। বাপ্পী এই প্রসঙ্গে আরও বলেন, ‘অপেক্ষায় আছি কেউ যোগাযোগ করে কিনা। তাহলে অন্তত জানতে পারতাম হ্যাকের কারণ। এছাড়া একটি সমাধানের দিকেও যাওয়া যেত। কিন্তু হ্যাকারকে এখনও খুঁজে পাচ্ছি না।’

বাপ্পী চৌধুরী

বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাপ্পী চৌধুরী। নিয়মিত ব্যস্ত আছেন সিনমা নিয়ে। চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন সিনেমায়। সেই সঙ্গে পাল্টেছেন গল্প পছন্দের ধরন। ক্যারিয়ার এই সময়টা বেশ ছক কষে এগোচ্ছেন তিনি। 

বাপ্পীর হাতে এখন রয়েছে হাফ ডজন সিনেমা। সেগুলোর কাজ শুরু হবে একে একে। এরমধ্যে চলতি মাসে হবে ‘ঢাকা ২০৪০’ সিনেমার বাকি অংশের শুটিং। 

বাপ্পী চৌধুরী

মুক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পীর একাধিক সিনেমার। সেগুলো ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’ , ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ও ‘প্রিয় কমলা’। তবে কবে থেকে এগুলো হলে দেখা যাবে সেটি এখনও জানেন না এই জনপ্রিয় নায়ক। 

বাপ্পী বলেন, ‘করোনার শতভাগ সমাধান এখনও হয়নি। তাই সিনেমা মুক্তি নিয়ে এখনও সংশয় রয়েছে প্রযোজকদের মধ্যে। তাই বলতে পারছি না কবে মুক্তি পাবে সিনেমাগুলো। তবে সিনেমা মুক্তির চেয়ে সার্বিক অবস্থা আগে ঠিক হওয়ার পক্ষে আমি।’ 

এমআরএম