গ্র্যামির মঞ্চে কৃষক আন্দোলন নিয়ে প্রতিবাদ
বিশ্ব সংগীতের সর্বোচ্চ সম্মাননা গ্র্যামি অ্যাওয়ার্ড। তবে এই মঞ্চ অনেক আন্দোলনেরও সাক্ষী। কখনও বর্ণ ও জাতি বৈষম্য বা কখনও ভিন্ন কোনও ইস্যু। বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে এখান থেকে।
১৪ মার্চ (রোববার) অনুষ্ঠিত হয়ে গেল ৬৩তম গ্র্যামির অনুষ্ঠান। এ দিনে রেড কার্পেটে কমেডিয়ান ও ইউটিউবার লিলি সিং ভারতীয় কৃষকদের পাশে থাকার বার্তা দেন। তার মাস্কে লেখা ছিল, ‘আমি কৃষকদের পক্ষে দাঁড়িয়েছি’।
বিজ্ঞাপন
ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান তারকা টুইট করেন, ‘সব সময় রেড কার্পেটের ছবি প্রচারণা পায়। আমার ছবি যত খুশি প্রচার করতে পারেন।’
এবার গ্র্যামির আয়োজনে রেকর্ড গড়েন মার্কিন পপ তারকা বিয়ন্সে। তার হাতে উঠেছে ২৮ নম্বর পুরস্কারটি। নারী শিল্পীদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ গ্র্যামি পুরস্কার পাওয়া তারকা।
বিজ্ঞাপন
‘ব্ল্যাক প্যারেড’-এর জন্য পুরস্কার নিয়ে বিয়ন্সে বলেন, ‘সকল কৃষ্ণ রানি আর রাজার উত্তরণ ঘটুক। তারা উদ্বুদ্ধ হোক। আমাদের মধ্য থেকে বৈষম্য দূর হয়ে যাক।’
অন্যদিকে তৃতীয়বারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে পুরস্কার পান টেইলর সুইফট। নারী সংগীতশিল্পী হিসেবে এর আগে কেউ এতবার এই পুরস্কার পাননি। তার অ্যালবামের নাম ‘ফোকলোর’।
টেইলর সুইফট একই বিভাগে ২০১০ সালে পুরস্কার পেয়েছিল ‘ফেয়ারলেস’ অ্যালবামের জন্য। এরপর ২০১৫ সালে ‘১৯৮৯’ অ্যালবামের জন্য জয়ী হয়েছিলেন।
এমআরএম