এ যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত: জয়া আহসান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ছিল ২০২০ সালে। বিশেষ দিনটিকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় অনেক আয়োজন।
১৭ মার্চ পালন জাঁকজমকভাবে পালন করা হলো বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের অনেক তারকা তাদের অনুভূতি কথা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। যে তালিকায় রয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
বিজ্ঞাপন
জয়া আহসান তার ফেসবুক পেজে লেখেন, ‘এ যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত। আমাদের মুক্তির মহানায়কের জন্মদিন ১০০ পেরিয়ে এল মুক্তিযুদ্ধেরই সুবর্ণজয়ন্তীতে। তার জীবনের বড় একটা সময় তিনি পার করেছেন কারাগারে, এ দেশের কোটি মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করার সংগ্রামের কারণে।’
তিনি আরও লেখেন, ‘তিনি আমাদের দিয়েছেন স্বাধীন একটি রাষ্ট্র। দিয়েছেন এই রাষ্ট্রের জন্য কিছু স্বপ্ন। সেসব স্বপ্ন পূরণের স্বপ্নও তিনি আমাদের দেখিয়েছেন। আমাদের সবার দায় সেসব স্বপ্নকে সব মানুষের নাগালে পৌঁছে দেওয়া।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, জয়া আহসানের বর্তমান ব্যস্ততা কাটছে কলকাতায়। সেখানে অভিনয়ের পাশাপাশি এখন সিনেমা প্রযোজনাও করছেন। এছাড়া দেশের প্রেক্ষাগৃহেও ১৯ মার্চ মুক্তি পাবে তার ‘অলাতচক্র’ সিনেমাটি।
এমআরএম