বনানী কবরস্থানে শায়িত শাহীন আলম
সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাহীন আলম। এই চিত্রনায়ককে চিরশায়িত করা হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে। শাহীন আলমকে শেষ বিদায় জানাতে গিয়েছিলেন তার সহ-অভিনেতা ও বন্ধু ওমর সানি।
ওমর সানি ফেসবুকে লেখেন, ‘বন্ধু শাহিন আলমকে ভোরবেলায় বনানী কবরস্থানে শেষ বিদায় দিয়ে আসলাম। বন্ধু অমিত হাসান, মিশা সওদাগর, শাহীন আলম আর আমার একই সময় পথ চলা। তুই ফাঁকি দিয়ে চলে গেলি, অনেক কিছু লিখতে চাইলাম কোথায় যেন আটকে যাচ্ছি। থাক বন্ধু, আল্লাহ তোকে জান্নাত নসিব করুন-আমিন।’
বিজ্ঞাপন
১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে সিনেমায় পা রাখেন শাহীন আলম। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগ বস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিন প্রভৃতি।
বিজ্ঞাপন
আরআইজে