৭১ পেরিয়ে নায়ক আলমগীর
আলমগীর, ছবি : মোহসীন আহমেদ কাওছার
আজ ৩ এপ্রিল (শনিবার) ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা, প্রযোজক, পরিচালক, উপস্থাপক ও কণ্ঠশিল্পী আলমগীরের জন্মদিন। শনিবার ৭১ বছর পূর্ণ করলেন তিনি।
গত বছর ৭০ পূর্ণ হওয়ার দিনটিকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল এই চিত্রনায়কের। কিন্তু করোনার কারণে তিনি তার সেই পরিকল্পনা থেকে সরে আসেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২ এপ্রিল) কোন এক সময়ে তিনি বিএফডিসিতে গিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতে। তবে করোনার কারণে খুব কম সময়ই এফডিসিতে ছিলেন তিনি।
আলমগীর জানান, এবারের জন্মদিন নিয়েও কোন পরিকল্পনা নেই তার। জন্মদিনের সকালে অফিসে যাবেন তিনি। তার ভাষ্যমতে, ‘জন্মদিন নিয়ে বিশেষ কিছু বলার নেই। শুধু এতটুকুই বলব, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে।’
বিজ্ঞাপন
১৯৫০ সালের ৩ এপ্রিল আলমগীরের জন্ম রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে। তার শৈশব-যৌবন কেটেছে তেজগাঁয়। তার আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১৯৭৩ সালে অভিনয়ে আসেন তিনি। গত প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন আলমগীর। নির্মাণ করেছেন ৭টি সিনেমা।
কলেজ জীবনে নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। তবে ১৯৭২ সালের ২৪ জুন তিনি প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুমের নির্দেশনায় ‘আমার জন্মভূমি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। ১৯৭৩ সালের মাঝামাঝি’তে ‘আমার জন্মভূমি’ মুক্তির আগেই আলমগীর সিরাজুল ইসলামের ‘দস্যুরানী’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ সিনেমার কাজ শুরু করেন। পরবর্তীতে একের পর এক সিনেমায় কাজ করে অভিনয়ে নিজেকে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করেন তিনি।
আলমগীরের প্রযোজিত প্রথম সিনেমা ‘ঝুমকা’। এক সময় রাজধানীর গ্রিন রোডে একটি স্কুলে সৈয়দ আব্দুল হাদীর কাছে দু’তিন মাস গানও শিখেছিলেন। মোস্তফা মেহমুদের ‘মনিহার’ সিনেমায় সত্য সাহার সুর-সংগীতে প্রথম প্লে-ব্যাক করেন তিনি।
কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে আরও আটবার একই পুরস্কারে ভূষিত হয়ে বাংলাদেশের সব নায়কদের মধ্যে সর্বোচ্চবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার রেকর্ড সৃষ্টি করেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘নিষ্পাপ’ (১৯৮৬)। বাচসাস’ পুরস্কারও পেয়েছেন তিনি তিনবার। এছাড়া ‘উত্তম কুমার সম্মাননা’, ‘কালাকার অ্যাওয়ার্ড’,‘ বেঙ্গল ফিল্ম অ্যান্ড কমার্স এসোসিয়েসন অ্যাওয়ার্ড’-এর মতো আন্তর্জাতিক সম্মাননায়ও ভূষিত হন এই অভিনেতা।
আরআইজে