গণমানুষের শিল্পী খ্যাত ফকির আলমগীর চলে গেছেন না ফেরার দেশে। করোনাভাইরাসের সঙ্গে আটদিন লড়াই করে শুক্রবার (২৩ জুলাই) রাতে মৃত্যুবরণ করেছেন এই নন্দিত কণ্ঠশিল্পী। তার প্রয়াণে দেশ হারাল গণসংগীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিকে। শোকে স্তব্ধ পুরো সংস্কৃতি অঙ্গন।

দেশসেরা নায়ক শাকিব খানও ফকির আলমগীরের প্রতি সম্মান জানিয়ে শোকবার্তা দিয়েছেন। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে লেখা হয়েছে, ‘বাংলা গণসংগীতের অন্যতম পথিকৃৎ ও সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ফকির আলমগীর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথমসারির কণ্ঠযোদ্ধা। ফকির আলমগীর মুক্তির গান, মুক্তিযুদ্ধের গান ছাড়াও আজীবন মেহনতি মানুষের পক্ষে গেয়েছেন। তার গানগুলো রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক শোষণ, নির্যাতন, অত্যাচার অনাচারের বিরুদ্ধে গণমানুষকে উদ্দীপ্ত করত।’

ফকির আলমগীরের আত্মার শান্তি কামনা করে শাকিব আরও বলেছেন, ‘একুশে পদকসহ অসংখ্য সম্মানে সম্মানিত কিংবদন্তী কণ্ঠশিল্পী ফকির আলমগীরের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

কেআই/আরআইজে