গত কয়েক দশকে মনোমুগ্ধকর, বৈচিত্র্যপূর্ণ এবং জনপ্রিয় অনেক অ্যানিমেশন সিনেমা মুক্তি পেয়েছে। এগুলোর বেশিরভাগই আইএমডিবি রেটিংয়ে এগিয়ে রয়েছে। এর মধ্যে সেরা ১০ অ্যানিমেশন সিনেমার সম্পর্কে তুলে ধরা হলো এই লেখায়। 

ক্লাউস 

ক্লাউস 
সার্জিও পাবলোস পরিচালিত ‘ক্লাউস’ মুক্তি পায় ২০১৯ সালের ৮ নভেম্বর। সেরা অ্যানিমেটেড সিনেমা হিসেবে অস্কারসহ আরও অনেক পুরস্কারের জন্য মনোনীত হয় ও বিএএফটিএ অ্যাওয়ার্ড অর্জন করে। অভিনয়ে ছিলেন জ্যাসন স্ক্যাওয়ার্টজ, জোয়ান কুস্যাক, সার্জিও পাবলোস, জে. কে. সাইমনসসহ আরও অনেকে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ক্রিসমাসকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। আইএমডিবি রেটিং ৮.২। 

টয় স্টোরি 

টয় স্টোরি 
পিক্সার ও ওয়াল্ট ডিজনি পিকচার প্রডাকশন হাউজের সহায়তায় নির্মিত হয়েছে। এটি জোশ কুলি, লি উনক্রিচ, জন ল্যাসেটার ও ভ্যালেরি লাপয়েন্টি পরিচালিত একটি মুভি সিরিজ। এর চরিত্র রয়েছে শেরিফ উডি, জেসি, বাজ লাইটইয়ার, সিড, ফর্কিসহ অনেকে। আইএমডিবি রেটিং ৮.৩। 

প্রিন্সেস মনোনোকে 

প্রিন্সেস মনোনোকে 
জাপানিজ সিনেমা ‘প্রিন্সেস মনোনোকে’ হায়াও মিয়াজাকির পরিচালনায় ১৯৯৭ সালের ১২ জুলাই মুক্তি পায়। অভিনয়ে ছিলেন বিলি ক্রাডাপ, গিলিয়ান অ্যান্ডারসন, ক্লেয়ারে ডেনস, ম্যানি ড্রাইভারসহ আরও অনেকে। নেটফ্লিক্সে সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। আইএমডিবি রেটিং ৮.৪। 

ওয়াল-ই 

ওয়াল-ই 
অ্যান্ড্রু স্ট্যানশন পরিচালিত ‘ওয়াল-ই’ ২০০৮ সালের ২১ জুন লস অ্যাঞ্জেলসে মুক্তি পায়। বক্স অফিসে ব্যয় হয় ৫২ কোটি ৩১ লাখ ডলার। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে অস্কারসহ আরও অনেক পুরস্কার অর্জন করেছে। অভিনয়ে ছিলেন এলিসা নাইট, জেফ গার্লিন, বেন বার্ট, অ্যান্ড্রু স্ট্যানশনসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৮.৪। 

কোকো 

কোকো 
আদ্রিয়ান মোলিনা ও লি উংক্রিক পরিচালিত ‘কোকো’ ২০১৭ সালের ২৭ অক্টোবর মেক্সিকোতে মুক্তি পায়। বক্স অফিসে ব্যয় হয় ৮০ কোটি ৭৮ লাখ ডলার। সেরা অ্যানিমেটেড সিনেমা হিসেবে অস্কারসহ আরও অনেক পুরস্কার অর্জন করেছে। অভিনয়ে ছিলেন অ্যান্থনি গঞ্জালেজ, গায়েল গার্সিয়া বার্নাল, বেঞ্জামিন ব্রাট, লি উংক্রিকসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৮.৪। 

স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স 

স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স 
পিটার র‌্যামসে, রডনি রথম্যান ও বব পার্সিচেত্তি পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স’ ২০১৮ সালে লস অ্যাঞ্জেলসে মুক্তি পায়। এই সিনেমা সিরিজ ৩৭ কোটি ৫৫ লাখ ডলার ব্যয়ে নির্মিত হয়েছে। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে অস্কারসহ আরও অনেক পুরস্কার অর্জন করে। অভিনয়ে ছিলেন শ্যামিক ম্যুর, হ্যাইলি স্টেইনফেল্ড, জেক জনসন, নিকোলাস কেজসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৮.৪। 

ইওর নেম 

ইওর নেম 
মাকোতো শিংকাই পরিচালিত জাপানিজ সিনেমা ‘ইওর নেম’। এটি ২০১৬ সালের ২৬ আগস্ট মুক্তি পায়। একজন কিশোরকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি এগোতে থাকে। এর চরিত্রগুলো হলো টাকি টাচিবানা, মিতসুহা মিয়ামিজু, মিকি ওকুদেরা, সায়াকা নাটোরি, সুকাসা ফুজি। আইএমডিবি রেটিং ৮.৪। 

গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ 

গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ 
ইসাও টাকাহাতা পরিচালিত জাপানিজ সিনেমা ‘গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ’। এটি ১৯৮৮ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। নির্মিত হয়েছে আকিয়ুকি নোসাকার গল্প অবলম্বনে। অভিনয়ে ছিলেন আয়ানো শিরাশি, সুটোমু টাটসুমি, আকেমি ইয়ামাগুছি, ইয়োশিকো শিনোহারাসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৮.৫। 

দ্য লায়ন কিং 

দ্য লায়ন কিং 
জন ফ্যাভেরু পরিচালিত ‘দ্য লায়ন কিং’ মুক্তি পায় ২০১৯ সালের ৯ জুলাই। বক্স অফিসে ব্যয় হয় ১৬ লাখ ৫৭ হাজার ডলার। বাজেট ছিল ২৬ কোটি ডলার। অভিনয়ে ছিলেন জেমস ইআর্ল জোনস, বেওন্স, ডোনাল্ড গ্লোভার, সেথ রোগেনসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৬.৯। 

স্পিরিটেড অ্যাওয়ে 

স্পিরিটেড অ্যাওয়ে 
হায়াও মিয়াজাকি পরিচালিত মুভি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ২০০১ সালের ২০ জুলাই মুক্তি পায়। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে অস্কারসহ আরও অনেক পুরস্কার অর্জন করে এটি। এর চরিত্রগুলো হলো হাকু, কাওনাশি, চিহিরো ওগিনো, বোহ উল্লেখযোগ্য। অভিনয়ে ছিলেন মিয়ু ইরিনো, জ্যাসোন মার্সডেন, পেং ইয়ুচাং, বব বার্গেন, ড্যাভেগ চেস, রুমি হির‌্যাগি, তারা স্ট্রং, রুয়ুনোসুক কামুকি, ড্যাভিড অগড্যান স্টিয়ার্স, বান্টা সুগাওয়ারাসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৮.৬। 

এইচএকে/এমআরএম