২০১৫ সালে জানা গিয়েছিল লেজেন্ডারি আর ওয়ার্নার ব্রাদার্স একসঙ্গে হাত মিলিয়েছে। তারপর থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। আর প্রায় ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এবার পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছে কিং কং ও গডজিলা। 

এই দুই চরিত্র বেশ কয়েক বছর ধরেই আলাদা করে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তাই একসঙ্গে এই দুইয়ের আবির্ভাব ঠিক কেমন হতে পারে, তা নিয়ে ক্রমশ জোরদার হচ্ছে জল্পনাও। প্রথমে যখন ২০১৫ সালে এই সিনেমা নির্মাণের কথা ঘোষণা করা হয়েছিল, তখন ঠিক ছিল যে ২০২০ সালের ২৯ মে নাগাদ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে ‘গডজিলা বনাম কং’। 

এরপর করোনাকালীন পরিস্থিতির জন্য পরিকল্পনা বাতিল করতে হয় দুই প্রযোজনা সংস্থাকে। অবশেষে পর্দায় আসছে ‘গডজিলা বনাম কংয়ের লড়াই। ২৪ মার্চ (বুধবার) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দর্শকরা এটি দেখতে পাবেন ২৬ মার্চ (শুক্রবার) থেকে। 

‘গডজিলা বনাম কং’-এর পোস্টার

অ্যাডাম উইংগার্ড পরিচালিত ‘গডজিলা বনাম কং’। এ সিনেমায় অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান হেনরিসহ আরও অনেকে। গডজিলা ফ্র্যাঞ্চাইজির এই সিনেমা ঘিরে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। 

সিনেমার টিজার থেকে ট্রেলার, প্রকাশ্যে আসতেই হিট দর্শকমহলে। জানা গেছে, ট্রেলারটি ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে গডজিলা ও কিংকং চরিত্রের সংঘাতই হতে চলেছে চিত্রনাট্যের মূল কথা। যদিও সিনেমার কাহিনির সারসংক্ষেপ বলছে যে এবারে মানুষের এক চক্রান্তের শিকার হতে চলেছে অসীম শক্তিধর এই দুই প্রাণী। 

শুধু তাই নয়, মানুষের চক্রান্তের ফলে দুজনেরই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমায়। তাই কিংকং আর গডজিলা দুজনেই ধ্বংস হয়ে যাবে কিনা একজন টিঁকে থাকবে, এখন অপেক্ষা সেটি দেখার।

এমআরএম