বিনোদন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব। যুক্তরাষ্ট্রের হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে। সিনেমা ও টেলিভিশন জগতের সেরা কীর্তিগুলোর হাতে ওঠে গোল্ডেন গ্লোবের ট্রফি।

রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল পুরস্কারটির ৭৯তম আসর। তবে করোনা মহামারির কারণে এবার আয়োজন ছিল সীমিত। কেবল বিজয়ীদের নিয়েই অনুষ্ঠান হয়েছে, এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এক নজরে জেনে নেওয়া যাক কাদের হাতে উঠেছে গোল্ডেন গ্লোব:

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): ওয়েস্ট সাইড স্টোরি

সেরা অভিনেত্রী (চলচ্চিত্র): নিকোল কিডম্যান, (বিয়িং দ্য রিকার্ডোস)

পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা (চলচ্চিত্র): কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)

পার্শ্বচরিত্রের সেরা অভিনয়শিল্পী (চলচ্চিত্র): আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি): হ্যাকস

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, ড্রামা): জেরেমি স্ট্রং (সাকসেশন)

সেরা অভিনেত্রী (মিনি সিরিজ): কেট উইন্সলেট (মেয়ার অব ইস্টটাউন)

সেরা অভিনেতা (মিনি সিরিজ): মিশেল কেটন ডপসিক

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): সাকসেশন

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি, চলচ্চিত্র): অ্যান্ড্রিউ গারফিল্ড (টিক, টিক...বুম)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি, চলচ্চিত্র): র‌্যাচেল জেগলার, (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, ড্রামা): মিশেলা জ্যায় রড্রিগেজ, (পোজ)

সেরা চলচ্চিত্র: দ্য পাওয়ার অব দ্য ডগ

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন, (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র): কেনেথ ব্রানাঘ (বেলফ্যাস্ট)

সেরা অভিনেতা (চলচ্চিত্র, ড্রামা): উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা আবহসংগীত: ডিউন (হ্যান্স জিমার)

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি): জেসন সিডিকেস (টেড ল্যাসো)

পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী (মিনি সিরিজ, ধারাবাহিক): সারাহ স্নুক (সাকসেশন)

সেরা মিনি সিরিজ: দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড

পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা (মিনি সিরিজ, ধারাবাহিক): ও ইয়ং-সু (স্কুইড গেম)

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)

বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র: ড্রাইভ মাই কার

সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন): এনক্যান্টো

সেরা গান: নো টাইম টু ডাই (নো টাইম টু ডাই)

কেআই