চল্লিশোর্ধ্বরাও টিকা নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চল্লিশোর্ধ্ব সব ব্যক্তিই টিকা নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বয়স ৪০ এর বেশি সব ব্যক্তি এবং টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারসহ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে যেন পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে বয়সভিত্তক টিকা পরিকল্পনায় ৫৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকা দেওয়ার ব্যপারে নির্দেশনা ছিল। কেবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে এমন নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সবাইকে টিকা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ৪০ বছর বয়স থেকে নিবন্ধন করা যাবে, যা আগে ৫৫ বছর বয়স ছিল। ধীরে ধীরে তরুণ জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, টিকা নেওয়া হলেও মাস্ক পরা ছেড়ে দেওয়া যাবে না। মাস্কের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। কেউ নিবন্ধন করতে না পারলে এনআইডি কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে তাকে নিবন্ধন করে দেওয়া হবে।
টিআই/এসএম