নার্সিং সেবার মান উন্নয়নে সব ব্যবস্থা নেওয়া হবে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং সেবার মান আরও উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোববার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, নার্সিং পেশার উন্নয়নে যথাযথ মনিটরিং ও সুপারভিশন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সহকারী সেবা তত্ত্বাবধায়ক নিয়োগ, নার্সদের স্বল্পতা নিরসনের লক্ষ্যে আরও সিনিয়র স্টাফ নার্স নিয়োগ, নার্সদের আবাসিক সমস্যা সমাধানসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এছাড়াএ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেবা তত্ত্বাবধায়ক সন্ধ্যা রানী সমাদ্দার উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ (১৬ মে) পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার ৪শ ৫৪ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এছাড়াও বেতার ভবনের ফিভার ক্লিনিকে এখন পর্যন্ত ৯৪ হাজার ৮ শত ২২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে, আজ সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৬ শত ৬২ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শত ৭৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১ শত ৫০ জন। বর্তমানে ভর্তি আছেন ৬৪ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন।
টিআই/এইচকে