বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঁচ শতাধিক প্রতিবন্ধী শিশুকে বিনামূল্যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের বিশেষ উপহার হিসেবে এগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যেসব শ্রবণ প্রতিবন্ধী শিশুরা কথা বলতে পারে না ও কানে শোনে না, সেসব শিশুদের কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হয়। কক্লিয়ার ইমপ্ল্যান্ট ও স্পিচ থেরাপির পর যখন কোনো শ্রবণ প্রতিবন্ধী শিশু মা-বাবা বলে ডাকে সেই আনন্দের অনুভূতি অই মা-বাবার কাছে যে কতটা বিশাল তা বলে বোঝানো যাবে না।

তিনি বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট করতে ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় হয়। শুধুমাত্র প্রতিটি কক্লিয়ার ডিভাইস এর মূল্যই ১০ লাখ টাকার বেশি। ফলে অভিভাবকদের পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করে তার প্রিয় সন্তানের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা সম্ভব হয় না। বর্তমান জনকল্যাণমূলক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল ডিভাইস শিশুদেরকে দেওয়া হয়ে থাকে।

মঙ্গলবার (১১ মে) ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এছাড়াও তিনি হাসপাতালটিতে রোবটিক সার্জারি চালু, কক্লিয়ার ইমপ্ল্যান্ট সেন্টার স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে শহীদ ডা. মিল্টন হলে মোট তিনজন শিশুকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি শিশুদের বরাদ্দপত্র তাদের অভিভাবকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। মোট ৬৮ জন সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুর মাঝে এই বরাদ্দপত্র দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম সম্পর্কে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের শিক্ষক ও কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।

তিনি জানান, বিএসএমএমইউয়ে কক্লিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটি সুদক্ষ চিকিৎসক টিম রয়েছে। এই বিশেষজ্ঞ চিকিৎসক টিম এ পর্যন্ত ৫১৫ জন শ্রবণ প্রতিবন্ধী শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করেছে। এসব শিশুরা এখন কানে শুনতে পারছে এবং কথা বলতে পারছে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক, অধ্যাপক ডা. নাসিমা আখতার, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা, সহযোগী অধ্যাপক ডা. অসীম কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

টিআই/ওএফ