করোনায় ডা. গোলাম মর্তুজা হারুনের মৃত্যু
ডা. এ এ গোলাম মর্তুজা হারুন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এ গোলাম মর্তুজা হারুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৯ মে) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ডা. গোলাম মর্তুজা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
ডা. গোলাম মর্তুজা মৃত্যু গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। শোক বার্তায় সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
টিআই/এমএইচএস
বিজ্ঞাপন