ইউক্রেনের ১১৪৬ সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি রাশিয়ার
অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ১ হাজার ১৪৬ সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রাশিয়ান সেনারা। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে এ দাবি করেন বলে জানিয়েছে সিএনএন।
রাশিয়ান সেনাদের ধ্বংস করা ইউক্রেনের সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে, ৩১টি কমান্ড পোস্ট অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, ৮১টি এস-৩০০, বুক এম-১ ও ওসা অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সিস্টেম, ৭৫টি রাডার স্টেশন ইত্যাদি।
বিজ্ঞাপন
বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, ৩১১টি ট্যাঙ্ক ও অস্ত্র-সজ্জিত যান, ৪২টি এয়ারক্র্যাফট হেলিকপ্টার, ৫১টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস, ১৪৭টি ফিল্ড আর্টিলারি পিসেস ও মোটরস, ২৬৩ ইউনিট স্পেশাল মিলিটারি ভেহিকল ধ্বংস করেছে রাশিয়ান সেনারা।
তবে সিএনএন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে, ইউক্রেন সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রাশিয়ান সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এর ইউরোপীয় মিত্ররা।
চলমান সংঘাত নিরসনে সোমবার বেলারুশে আলোচনায় বসে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদল। তবে কোনো ধরনের সমাধান ছাড়াই শেষ হয়েছে প্রথম দফার আলোচনা। দ্বিতীয় দফায় বৈঠকের সম্মতি জানিয়েছে দু-পক্ষই।
আরএইচ