বিশ্বের শীর্ষ ধনী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট গত চার মাসে কয়েকশ দাতব্য সংস্থাকে ৪১৫ কোটির বেশি মার্কিন ডলার দান করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।  

শত শত দাতব্য সংস্থা, খাদ্য সহায়তা দেয় এমন সংগঠন ও মানবিক কাজের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানকে এই অর্থ দেন ম্যাকেঞ্জি

ছয় হাজার কোটির বেশি ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ম্যাকেঞ্জি স্কটের অবস্থান এখন ১৮তম। গত বছর বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি দান করেছেন।  

গার্ডিয়ান লিখেছে, মহামারি করোনার প্রকোপ মোকাবিলায় দরিদ্র মানুষের সাহায্যে কাজ করা শত শত দাতব্য সংস্থা, খাদ্য সহায়তা দেয় এমন সংগঠন ও মানবিক কাজের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানকে এই অর্থ দেন ম্যাকেঞ্জি। 

জুলাইয়ে ম্যাকেঞ্জি স্কট বলেন, সম্প্রতি তিনি ১১৬টি দাতব্য সংস্থাকে ১৭০ কোটি ডলার দান করেছেন। চলতি বছর দানের পরিমাণ আরও বাড়ানোর কথা তখন জানান পঞ্চাশ বছর বয়সী শীর্ষস্থানীয় এই ধনকুবের নারী।  

অনলাইনে পণ্য বিক্রির বৈশ্বিক প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট চলতি বছর ৬০০ কোটি ডলার দান করেছেন

এরপর গত চার মাসে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে এবং প্রতিবেশী পুয়ের্তো রিকোয় আরও ৩৮৪টি দাতব্য প্রতিষ্ঠানকে ৪১৫ কোটি ডলার দান করেন বলে জানান। এ নিয়ে চলতি বছর ম্যাকেঞ্জির মোট দানের পরিমাণ ৬০০ কোটি।

‘সাহায্য করার ৩৮৪ উপায়’ শিরোনামের ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি লিখেছেন, ‘এই মহামারি ইতোমধ্যে ধুকতে থাকা আমেরিকানদের জীবনে এক ধ্বংসাত্মক বিপর্যয় ডেকে এনেছে। নারী, ভিন্নবর্ণ ও দরিদ্র মানুষের জীবনের জন্য এর আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতি মারাত্মক। কিন্তু এর বিপরীতে কোটিপতিদের সম্পত্তি আরও বেড়েই চলেছে’।

করোনো মহামারিকালে বিশ্বের ধনকুবেরদের সম্পত্তি আরও ১১ হাজার ৩০০ কোটি ডলার বেড়েছে

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের করা বিলিয়নিয়ার ইনডেক্সের (ধনী তালিকা) হালনাগাদ হিসাব, মহামারির প্রাদুর্ভাব শুরুর আগের চেয়ে বর্তমানে বিশ্বের ধনকুবেরদের সম্পত্তি ১১ হাজার ৩০০ কোটি ডলার বেড়েছে।  

প্রসঙ্গত, প্রায় ১৯ হাজার কোটি ডলার নিয়ে বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষে থাকা বেজোসের সঙ্গে ২৬ বছরের দাম্পত্য জীবনের পর গত বছর তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ম্যাকেঞ্জি স্কটের (বেজোসের)।

বেজোস ও তার সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট (বিচ্ছেদের আগে যিনি ম্যাকেঞ্জি বেজোস নামে পরিচিত ছিলেন)

 

এএস