দুই দেশের মতবিরোধ নিরসনে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন রাশিয়ার সঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাৎসরিক সর্বশেষ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই আশা প্রকাশ করেন তিনি। 

পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়েছিল। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অধীনে বিদ্যমান দ্বিপাক্ষিক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বিভেদগুলোর সমাধান করবেন। কারণ দেশীয় এবং আন্তর্জাতিক নীতি-নৈতিকতা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে।

ভ্লাদিমির পুতিন

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে বিশ্বের যে কয়েকজন নেতা সবার শেষে অভিনন্দন জানিয়েছেন; রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের অন্যতম। চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। 

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও জো বাইডেন কঠোর নীতি নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভ্লাদিমির পুতিনের পাশাপাশি বিশ্বজুড়ে আরও অনেক স্বৈরশাসক আছে বলে সমালোচনা করেছিলেন জো বাইডেন। 

পুতিন বলেন, চলতি মেয়াদ শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রাজনীতি ছেড়ে দেবেন বলে বিশ্বাস করেন তিনি। যুক্তরাষ্ট্রে বিদায়ী এই প্রেসিডেন্টের ব্যাপক সমর্থন আছে বলেও মন্তব্য করেন রুশ নেতা।

ইতোমধ্যে রাশিয়ার চারটি নির্বাচনে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। কিছুদিন আগে দেশটির সংবিধানে পরিবর্তন এনেছেন তিনি। সংবিধানের এই সংশোধনীর আওতায় আগামী ২০৩৬ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।  

২০০০ সালে পুতিন রাশিয়ার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে চতুর্থ প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন।

সূত্র : রয়টার্স।

এসএস