করোনাভাইরাসের উৎস তদন্ত শেষে উহানে ডব্লিউএইচও-চীনা প্রতিনিধিদলের সংবাদ সম্মেলন, ৯ ফেব্রুয়ারি ২০২১/ ছবি: এপি

করোনাভাইরাসের উৎপত্তি খুঁজতে চীনে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষ প্রতিনিধি দল উহানে এই মহামারির উৎস শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের আগে উহানে এই ভাইরাসের সংক্রমণের কোনও আলামত মেলেনি বলে জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উহানের ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে যে অভিযোগ করেছিলেন; মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা সেই অভিযোগও নাকচ করে দিয়েছেন।

বিশেষজ্ঞদের ধারণা— বিশ্বজুড়ে ২৩ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস বাদুড় থেকে উৎপত্তি হয়ে থাকতে পারে। তারা বলছেন, এটি বাদুড়ের মাধ্যমে অন্য স্তন্যপায়ী প্রাণী হয়ে মানবদেহে ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদেশি বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, ভাইরাসটির বাহক প্রাণীর পথ শনাক্তের কাজ চলমান রয়েছে। উহানে বাদুড়ের অনুপস্থিতির কারণে সরাসরি বাদুড়ের মাধ্যমে মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণের ধারণাটি অত্যন্ত দুর্বল।

তিনি বলেন, এই ভাইরাসের সংক্রমণের বিস্তারে একটি মধ্যবর্তী বাহক প্রাণী ছিল। চীনের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিশেষজ্ঞ বলেন, ২০১৯ সালের ডিসেম্বরের আগে উহানে করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের আলামত পাওয়া যায়নি। তবে ওই সময় চীনের এই শহরে প্রথম করোনাভাইরাস সংক্রমিত রোগী পাওয়া যায়।

উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি থেকে করোনাভাইরাস ফাঁস হওয়ার পর বিস্তার ঘটে বলে বিশ্বজুড়ে যে তথ্য এতদিন বাতাসে উড়েছে; সেটিও প্রত্যাখ্যান করেছেন বেন এমবারেক। তিনি বলেন, ল্যাবরেটরিতে দুর্ঘটনার কারণে ভাইরাসের বিস্তার ঘটেছে বলে যে পূর্বানুমান ছড়ানো হয়েছে; তারও কোনও সত্যতা নেই।

চীনে করোনাভাইরাসের উৎপত্তি জানতে বিশেষজ্ঞদের তদন্তে যাওয়া নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক বাক-বিতণ্ডা হয়েছিল। উহানের গোপন ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ১৩ মাসের বেশি সময় পর উহান সফরে গিয়ে ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দিলেন।

প্রাণীর মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আলামত মিলেছে। তবে করোনার আধার প্রাণীকে শনাক্ত করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ মিশনের চীনা প্রধান লিয়াং ওয়ানিয়ান

করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা চীনে প্রায় এক মাস সময় কাটালেন। দেশটিতে পৌঁছানোর পর দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে উহানের যে সামুদ্রিক খাবার বিক্রির বাজার থেকে করোনা ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ করা হচ্ছিল সেই বাজার পরিদর্শন করেন তারা। এক বছর আগে করোনার প্রথম ক্ল্যাস্টার শনাক্ত হওয়া এই বাজারে প্রায় এক ঘণ্টার মতো অবস্থান করেন প্রতিনিধিরা।

পরে সেখান থেকে ফিরে কয়েকদিন ধরে হোটেলে অবস্থান করেন তারা; সেসময় চীনের সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা হোটেলেই তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। তবে তারা গভীর অনুসন্ধান চালিয়েছেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে।

উহানের ব্যাপক আলোচিত এই ভাইরাস গবেষণাগারে প্রায় চার ঘণ্টা ধরে অনুসন্ধান চালান ডব্লিউএইচও প্রতিনিধিরা। এ সময় উহানের ল্যাবের উপপরিচালক ও চীনের করোনাভাইরাসের প্রধান গবেষক ও বাদুড় বিশেষজ্ঞ শি ঝেংলির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। 

এসএস