সৌদি আরবে প্রায়ই হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী | ফাইল ছবি

সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে বেসামরিক একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট নিশ্চিত করেছে। সৌদিতে বুধবারের এই ড্রোন হামলায় কোনও হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, বুধবার দুপুরের দিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় অন্তত চারটি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী প্রায়ই সৌদি আরব লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে; যেগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করে রিয়াদ। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগেও বেশ কয়েকবার হামলা চালায় হুথি।

সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, আভা বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের চালানো হামলা যুদ্ধাপরাধের শামিল এবং এতে বেসামরিক পর্যটকদের জীবন হুমকির মুখে পড়েছে। হামলার সময় আগুন ধরে যাওয়া বিমানটি বিমানবন্দরেই ছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা এবং অন্যান্য কর্মকাণ্ডের দায়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন সারিয়া। বুধবার সকালের দিকে সৌদি জোট জানায়, সৌদি আরবের বেসামরিকদের লক্ষ্য হুথিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোনে বাধা দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। এর আগে, রোববার এবং সোমবারও সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোনে বাধা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

২০১৫ সালে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি হুথি বিদ্রোহীদের হামলার মুখে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। তারপর থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে হামলা শুরু করে।

তখন থেকে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন প্রদেশ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। যদিও লক্ষ্যে আঘাত হানার আগে সেগুলোর বেশিরভাগই ধ্বংস করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

হোয়াইট হাউসের মসনদে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আসার পর সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পেয়েছে। গত বছরের ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে প্রচারণা চালানোর সময় প্রেসিডেন্ট হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন।

২০১৯ সালে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশটিকে সামাজিকভাবে পিছিয়ে পড়া বলে মন্তব্য করেছিলেন তিনি। বাইডেন বলেছিলেন, ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।

সূত্র: রয়টার্স, আলজাজিরা।

এসএস