বিবাদপূর্ণ লাদাখ সীমান্ত থেকে সৈন্য সরাতে চীন-ভারতের সমঝোতা
পশ্চিম হিমালয়ের তীব্র গোলযোগপূর্ণ প্যাংগং হ্রদের বিতর্কিত সীমান্ত অঞ্চলে কয়েকমাসের উত্তেজনার পর অবশেষে নিজেদের সৈন্য সরিয়ে নিতে সমঝোতায় পৌঁছেছে চিরবৈরী দুই প্রতিবেশি ভারত এবং চীন। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সংসদে দেওয়া এক ভাষণে এই সমঝোতায় পৌঁছানোর তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, উভয় দেশের সামরিক বাহিনীর কমান্ডার এবং কূটনীতিকদের মধ্যে কয়েক দফার বৈঠকের পর এই সমঝোতা হয়েছে। ভারতীয় এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের ধারাবাহিক আলোচনা প্যাংগং হ্রদ অঞ্চলের উত্তর এবং দক্ষিণ তীর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার সমঝোতায় পৌঁছাতে সহায়তা করেছে।
বিজ্ঞাপন
গত বছরের এপ্রিলে পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলের বিতর্কিত সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা পরস্পরের ভূখণ্ডে ঢুকে পড়ার পর সংঘাতে জড়িয়ে পড়ে। সেই সময় চীনা সৈন্যরা নিজেদের এলাকায় দায়িত্ব পালন করছিলেন দাবি করে বেইজিং জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ওই সংঘাতের শুরু হয়।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্যাংগং হ্রদের তীর থেকে বুধবার উভয় দেশ সম্মুখসারির সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
বিজ্ঞাপন
একই বছরের জুনে গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের হাতাহাতি ও পাথর নিক্ষেপের ঘটনায় ব্যাপক বিবাদপূর্ণ এই সীমান্তে ৪৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় সামরিক বাহিনীর অন্তত ২০ সদস্য নিহত হন। এই সংঘাতে চীনের সামরিক বাহিনীর সৈন্য হতাহত হলেও প্রকৃত সংখ্যা জানা যায়নি।
রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সরকার বেইজিংকে জানিয়েছে যে, চীনা সেনাবাহিনীর পদক্ষেপের ফলে সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়েছিল।
তিনি বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশের বিবাদপূর্ণ এলাকায় সৈন্য সরিয়ে নেওয়ার কাজ নিশ্চিতে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল যে, উভয়পক্ষের সৈন্যরা— যারা বর্তমানে খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করছেন তাদের স্থায়ী এবং স্বীকৃত ঘাঁটিতে সরিয়ে নিতে হবে।
ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্যাংগং হ্রদের সৈন্য সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উভয় দেশের সামরিক বাহিনীর কমান্ডাররা অন্যান্য এলাকা থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে বৈঠক করবেন। চিরবৈরী দুই প্রতিবেশি ভারত এবং চীন সাড়ে তিন হাজার কিলোমিটারের অমীমাংসিত সীমান্ত নিয়ে ১৯৬২ সালে একবার যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
এসএস