মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় জরুরি আদেশ প্রত্যাহার করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কংগ্রেসকে এ বিষয়ক একটি চিঠি তিনি দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, চিঠিতে বাইডেন লিখেছেন- সীমান্তে দেয়াল নির্মাণসংক্রান্ত ওই আদেশ ‘অযৌক্তিক’ এবং দেয়াল নির্মাণে আর কোনও করের অর্থ ব্যয় করা হবে না।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের সীমান্তকে সুরক্ষিত রাখার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ২০১৯ সালে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পদক্ষেপ নিয়ে তিনি কংগ্রেসকে এড়িয়ে দেয়াল নির্মাণে সামরিক তহবিল কাজে লাগাতে পেরেছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে চলতি বছর ২০ জানুয়ারি যখন ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়ে চলে যান, তার আগে দেয়াল নির্মাণ প্রকল্পে প্রায় দুই হাজার পাঁচশ কোটি ডলার ব্যয় হয়ে গেছে। বৃহস্পতিবারের চিঠিতে বাইডেন জানিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য সব বরাদ্দই পর্যালোচনা করে দেখা হবে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ধারাবাহিকভাবে পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের যেসব আদেশ বাতিল করেছেন বাইডেন, বৃহস্পতিবার কংগ্রেসকে দেওয়া চিঠিটিকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভিস এর অ্যারিজোনা রাজ্যের ডেমোক্র্যাট সদস্য রাউল গ্রিজালভা বৃহস্পতিবার বাইডেন চিঠি দেওয়ার পর এক টুইটবার্তায় বলেন, ‘ট্রাম্পের ওই জরুরি অবস্থা ঘোষণার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কোনো সংশ্লিষ্টতা কখনোই ছিল না। এখন আমাদের পরবর্তি কর্তব্য হতে পারে দেয়াল নির্মাণসংক্রান্ত যাবতীয় ঠিকাদারী চুক্তি বাতিল করা এই দেয়াল নির্মানের কাজ স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করা।’

বাইডেনের এই পদক্ষেপের পর অবশ্য তাকে খোঁচা দিতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রধান মুখপাত্র জেসন মিলার এ বিষয়ে এক টুইটবার্তায় বলেছেন, ‘বাইডেন আসলে অবৈধ অভিবাসীদের ভালবাসেন।’

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ