অভিশংসিত না হলে আবারও একই কাজ করতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হামলায় উসকানি দিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দোষী সাব্যস্ত না হলে তিনি আবারও একই ধরনের কাজ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। প্রতিনিধি পরিষদ থেকে আসা ডেমোক্র্যাট সদস্যরা চলতি সপ্তাহে সিনেটরদের কাছে ট্রাম্পের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন মন্তব্য করেন।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগে দেশটির কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে ক্যাপিটলের ওই দাঙ্গায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনের প্রাণহানি ঘটে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ক্যাপিটলে সহিংসতায় ট্রাম্পের সংশ্লিষ্টতা জুড়ে দিতে অভিশংসনের কৌঁশুলিরা দাঙ্গাকারীরা যে ধরনের কথা বলেছিলেন; সেগুলো তুলে ধরে বলেছেন, এই দাঙ্গায় দীর্ঘমেয়াদে ক্ষতি হয়েছে।
সিনেটে এই মামলার কার্যক্রম এগিয়ে নিতে ডেমোক্র্যাটরা পুলিশ, ক্যাপিটলের কর্মী, গোয়েন্দা কর্মকর্তা ও বিদেশি গণমাধ্যমের বর্ণনাও তুলে ধরেছেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের প্রতিরক্ষা দল শুক্রবার তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করবেন। তার আইনজীবীরা যুক্তি দিয়ে বলেছেন, গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে জালিয়াতিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের ব্যবহার করেছেন।
ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সমানভাবে বিভক্ত ১০০ আসনের সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার। সিনেটে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সমান ৫০-৫০ সদস্য থাকায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে ১৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন দরকার হবে। তবে রিপাবলিকান সিনেটররা প্রেসিডেন্টের বিপক্ষে ভোট দেবেন না বলে ধারণা করা হচ্ছে।
সাবেক এই প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলে দেশটির আগামী নির্বাচনে তাকে নিষিদ্ধ করতে সিনেটে ভোটাভুটি হতে পারে।
কি বলছেন ডেমোক্র্যাটরা?
বৃহস্পতিবার সিনেটে বিচারের সময় ক্যাপিটলের দাঙ্গায় ট্রাম্পের উসকানি দেওয়ার অভিযোগের পক্ষে নতুন ভিডিও ফুটেজ প্রদর্শন করে ডেমোক্র্যাট শিবির। ট্রাম্প কীভাবে সেদিন সহিংসতা উসকে দিয়েছিলেন তার বিস্তারিত তথ্য ধাপে ধাপে সিনেটরদের কাছে ব্যাখ্যা করা হয়।
ডেমোক্র্যাটরা নিজেদের চূড়ান্ত বক্তব্যে বলেছেন, ট্রাম্প সম্পদ, জনগণ এবং গণতন্ত্রের ক্ষতি করেছেন। ট্রাম্প তার পদক্ষেপের জন্য কোনও ধরনের অনুশোচনা প্রকাশ করেননি জানিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি টেড লিউ বলেন, অভিশংসন, দোষী সাব্যস্ত ও অযোগ্য ঘোষণা করা শুধুই অতীতের বিষয় নয়, এটি ভবিষ্যতের বিষয়ও। যে কারণে এটি নিশ্চিত করা দরকার যে, যাতে ভবিষ্যৎ কোনও কর্মকর্তা, কোনও প্রেসিডেন্ট একই ধরনের কাজ না করতে পারেন।
কংগ্রেসের কৌঁশুলি জো নিগুজ বলেছেন, ট্রাম্প অন্যান্য কিছু মানুষের মতো নন যিনি বিতর্কিত বক্তব্য দিতে পারেন। তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন; যিনি সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেছেন; যারা সহিংসতার জন্য প্রস্তুত ছিলেন। তার বক্তৃতার পর সমর্থকরা ক্যাপিটলে দাঙ্গা করেছেন।
ডেমোক্র্যাটরা সিনেটরদের কাছে যে ভিডিও ফুটেজ উপস্থাপন করেছেন, তাতে দাঙ্গাকারীদের বলতে শোনা যায়- ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ীই তারা ওয়াশিংটন ডিসিতে এসেছেন। প্রতিনিধি পরিষদের কৌঁসুলি ডেভিড সিসিলিনি বলেন, কিছু দাঙ্গাকারী স্বীকার করেছেন যে, তারা ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে খুনের পরিকল্পনা করেছিলেন। এছাড়া আত্মগোপনে থাকা আইনপ্রণেতাদের বেইজমেন্ট সিল করে দিয়ে সেখানে গ্যাস ছেড়ে দেওয়ার কথা বলছিলেন।
তিনি বলেন, আমাদের কেউই কখনও কল্পনা করতে পারিনি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাঠানো একদল দাঙ্গাবাজের কারণে আমরা মৃত্যুর ঝুঁকির মুখোমুখি হতে পারি। ক্যাপিটলে সেদিন দাঙ্গার সময় ভীত-সন্ত্রস্ত কর্মীদের জবানবন্দিও সিনেটে তুলে ধরেন তিনি।
সূত্র: বিবিসি।
এসএস