ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ভয়ঙ্কর মিথ্যা: আইনজীবী
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উস্কানি দিয়েছিলেন বলে ডেমোক্র্যাটদের আনা অভিযোগকে ‘ভয়ঙ্কর মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন তার আইনজীবী মাইকেল ভ্যান ডার ভীন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন সিনেটে অভিশংসন শুনানির সময় তিনি এ দাবি করেন।
এছাড়া সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিশংসন প্রক্রিয়াকে ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ডাইনী-খোঁজার’ মতো বলেও বর্ণনা করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার শুনানিতে বক্তব্য দেওয়ার সময় ওই আইনজীবী বলেন, (সাবেক) প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলে হামলায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কিন্তু এটা পূর্ব-পরিকল্পিত হামলা ছিল বলে বিভিন্ন সংস্থার তদন্তে বেরিয়ে এসেছে। অর্থ্যাৎ, যেটা ঘটতে যাচ্ছে, সেটাতে আপনি উস্কানি দিতে পারেন না।
মাইকেল ভ্যান আরও বলেন, ‘ক্যাপিটলে হামলা চালাতে (সাবেক) প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা সমর্থকদের সহিংস আচরণে তার উৎসাহ বা আহ্বান ছিল বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি অসঙ্গত এবং ভয়ঙ্কর মিথ্যা।’
বিজ্ঞাপন
তার এই দাবির যুক্তি হিসেবে তিনি বলেন, ‘‘গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে সহিংসতা শুরুর পর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইটারে দুটি বার্তা পোস্ট করেন। যার একটি হচ্ছে, ‘শান্ত থাকুন’ এবং অন্যটি- ‘কেউ সহিংসতা করবেন না, কারণ আমরা সুশৃঙ্খল দল’।’’
মাইকেল ভ্যান আরও বলেন, ‘গত চার বছরে বামপন্থীরা যে কয়টি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অভিযোগ এনেছেন, তার মধ্যে থেকে এই অভিশংসনটি সত্য, প্রমাণ এবং আমেরিকান জনগণের স্বার্থ থেকে সম্পূর্ণ আলাদা।’
ট্রাম্পের পক্ষের আইনজীবীরা শুক্রবার বরাদ্দকৃত ১৬ ঘণ্টা ব্যবহার না করে তিন ঘণ্টার মধ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেন। ট্রাম্পের আইনজীবীরা বলেন, সাবেক প্রেসিডেন্টের অধিকার রয়েছে এই নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক করা। তাদের মতে, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা কোনমতেই সহিংসতা প্ররোচিত করার মতো নয়।
মাইকেল ভ্যানের দাবি, ‘এটি সাধারণ রাজনৈতিক বক্তৃতা, যা শত শত বছর ধরে আমেরিকার রাজনৈতিক অঙ্গনের লোকেরা ব্যবহার করে আসছে।’
এর আগে ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে নয়, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকরা নিজের ইচ্ছাতেই হামলা চালিয়েছিল বলে সিনেটে শুনানি শুরুর আগে দাবি করেন তার আইনজীবীরা। গত সোমবার তারা বলেন, গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটলেও এই হামলার পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে এফবিআইয়ের তদন্তে দাবি করা হয়েছে। এর অর্থ, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলায় উস্কানি দেননি।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র হামলা ও সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। সমর্থকদের চালানো এই হামলায় ট্রাম্প উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে ডেমোক্র্যাটদের অভিযোগ হলো, নির্বাচনে কারচুপি ও জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প একের পর এক প্রমাণহীন অভিযোগ দিতে থাকেন। কিন্তু তার ওই অভিযোগ ছিল পুরোপুরি মিথ্যা। তারপর কংগ্রেসের যৌথ অধিবেশনের সময় ক্যাপিটল ভবনে যেতে সমর্থকদের উস্কানি দিয়েছেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির কথা শুনে সমর্থকরা আগে থেকেই উত্তেজিত ছিলেন। কিন্তু এর সঙ্গে যোগ হয়েছিল হামলার উস্কানি। এ কারণেই ক্যাপিটল ভবনে হামলা করে ট্রাম্প সমর্থকরা।
শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করার সময় বিভিন্ন সময় ট্রাম্পের দেওয়া বক্তব্য ও টুইট তার (ট্রাম্প) বিরুদ্ধেই ব্যবহার করেন ডেমোক্র্যাটরা। এছাড়া ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্পকে ‘প্রধান উস্কানিদাতা’ হিসেবেও উল্লেখ করেন তারা।
সূত্র: বিবিসি
টিএম