সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক দলের নেতা চাক শুমার

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলায় উসকানির অভিযোগ থেকে ট্রাম্পকে মুক্তি দেওয়ায় রিপাবলিকান সিনেটরদের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি। দলটি দাবি করেছে, ট্রাম্পের পক্ষে রিপাবলিকানদের এই ভোট যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ভোট হিসেবে রয়ে যাবে।

এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসনের হাত থেকে রেহাই পান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সিনেটে ভোটাভুটিতে ৫৭-৪৩ ভোটে অভিশংসিত হওয়া থেকে উতরে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এক্ষেত্রে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে ৬৭ জন সিনেটরকে পক্ষে ভোট দিতে হতো। কিন্তু অভিশংসনের পক্ষে ভোট দেন ৫৭ জন। আর বিপক্ষে ৪৩ জন। ১০ ভোট কম পাওয়ায় অভিশংসনের হাত থেকে সিনেটে দ্বিতীয়বারের মতো রক্ষা পান ট্রাম্প। তবে ৭৪ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৭ জন রিপাবলিকান সিনেটর।

জো বাইডেনের ক্ষমতাগ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সশস্ত্র হামলা ও সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। সমর্থকদের চালানো এই হামলায় ট্রাম্প উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিশংসনের হাত থেকে ট্রাম্প রেহাই পাওয়ায় শনিবার রিপাবলিকানদের তীব্র সমালোচনা করেন চাক শুমার

স্থানীয় সময় শনিবার ৪৩ জন রিপাবলিকান সিনেটর ট্রাম্পকে ক্যাপিটল ভবনে হামলায় উসকানির অভিযোগ থেকে মুক্তির পক্ষে ভোট দেওয়ার পর সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক দলের নেতা চাক শুমার বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে জানুয়ারির ৬ তারিখ একটি কুখ্যাত বা কালো দিন হিসেবে রয়ে যাবে। একইসঙ্গে ট্রাম্পকে অভিশংসনে ব্যর্থ এই ভোট মার্কিন সিনেটের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ভোট হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে।’

রিপাবলিকান সিনেটরদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘(সংখ্যালঘু রিপবলিকান দলের নেতা) মিচ ম্যাককনেলসহ সিনেটের বেশিরভাগ রিপাবলিকান সদস্য ট্রাম্পকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। অপরাধী হিসেবে ইতিহাসে ট্রাম্পের নামের পাশে ওইসব রিপাবলিকান সিনেটরদেরও নাম লেখা থাকবে।’

জানুয়ারির ৬ তারিখে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা

সিনেটে দেওয়া ভাষণে চাক শুমার বলেন, ‘রিপাবলিকানরা কাকে ক্ষমা করছে, দেখেন! বৈধ একটা নির্বাচনের ফলাফল উল্টে দিতে সাবেক একজন প্রেসিডেন্ট তার নিজের সরকারের ওপর হামলা করতে উসকানি দিয়েছেন; আর তাকেই ক্ষমা করা সিদ্ধান্ত নিয়েছেন এই সিনেটের প্রায় অর্ধেক রিপাবলিকান সদস্য!’

এদিকে ট্রাম্পের মুক্তির পক্ষে ভোট দেওয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং প্রবীণ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসিও রিপাবলিকানদের সমালোচনায় মুখর হয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের অভিশংসনের বিপক্ষে ভোট দেওয়ার মাধ্যমে রিপাবলিকান সিনেটররা মূলত মার্কিন সংবিধান, দেশ ও দেশের মানুষকে পরিত্যাগ করেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

ন্যান্সি পেলোসি বলেন, ‘আমরা আজ দেখলাম, একদল রিপাবলিকান সিনেটর আর কোনো উপায় না পেয়ে নিজেদের পদ হারানোর ভয়ে ট্রাম্পকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।’

এদিকে ডেমোক্যাটিক পার্টির আরেক সিনিয়র নেতা স্টিনি হোয়ার বলেছেন, একটা জঘন্য অপরাধ থেকে ট্রাম্পকে মুক্তির পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে ওই ৪৩ জন রিপাবলিকান সিনেটর মূলত সত্য, বাস্তবতা, সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব এবং নিজেদের বিবেককেও অস্বীকার করেছেন।

ট্রাম্প সমর্থকদের হামলার পর ক্যাপিটল ভবনের দৃশ্য, গত ৬ জানুয়ারির ছবি

হোয়ার আরও বলেন, ‘আর এর মাধ্যমে নির্বাচিত নেতাদের একটা বার্তা দিয়েছে রিপাবলিকানরা; সেটা হচ্ছে- ভবিষ্যতে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে দেশে সহিংসতা ও অস্থিতিশীলতার সৃষ্টি করে, তবে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে না।’

সূত্র: পিটিআই

টিএম