প্রেসিডেন্ট জো বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো

নারী সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো। শনিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে তদন্ত করায় এক নারী সাংবাদিককে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন টিজে ডাকলো। এরপরই তাকে সাতদিনের জন্য বরখাস্ত করে হোয়াইট হাউস।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মার্কিন গণমাধ্যম পলিটিকো’র রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো। অন্য এক সাংবাদিকের সঙ্গে ডাকলোর সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন ওই রিপোর্টার। এ বিষয়ে বিস্তারিত জানতে টিজে ডাকলোকে করা প্রশ্নের একপর্যায়ে রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

অবশ্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গত শুক্রবার জানিয়েছিলেন, হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর সাংবাদিক তারা পালমেরির কাছে ক্ষমা প্রার্থনা করেন টিজে ডাকলো। তবে এর বিস্তারিত আর কিছু সেসময় তিনি জানাননি।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন বলেছিলেন, সহকর্মীদের সঙ্গে হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা অসম্মানজনক আচরণ করলে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে। আর দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় একটি ম্যাগাজিনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করে বাইডেনের সেই সিদ্ধান্তই যেন বাস্তবায়ন করল তার প্রশাসন।

নারী সাংবাদিক পালমেরিকে হুমকি দেওয়ার বিষয়টি সর্বপ্রথম প্রকাশ করে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন। দ্য পলিটিকো’র ওই রিপোর্টার টিজে ডাকলোর সঙ্গে অ্যালেক্সি ম্যাকক্যামন্ড নামে অন্য এক সাংবাদিকের সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন। নির্বাচনের আগে জো বাইডেনের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করেছিলেন অ্যালেক্সি ম্যাকক্যামন্ড।

ভ্যানিটি ফেয়ার জানায়, অ্যালেক্সি ম্যাকক্যামন্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের একপর্যায়ে পলিটিকো’র রিপোর্টার তারা পালমেরিকে ফোন করেন টিজে ডাকলো। ফোনে তিনি বলেন, ‘আমি তোমাকে শেষ করে দেবো।’ এছাড়া হুমকি দেওয়ার পাশাপাশি পালমেরির উদ্দেশে ডাকলো অবমাননাকর বিভিন্ন মন্তব্যও করেন বলে জানায় ম্যাগাজিনটি।

বিবিসি জানিয়েছে, পদত্যাগের আগে শনিবার দেওয়া এক বিবৃতিতে ওই নারী সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় নিজের ভাষা ‘জঘন্য’ ছিল বলে স্বীকার করেন টিজে ডাকলো।

সূত্র: বিবিসি

টিএম