দুর্বৃত্তরা ট্রাম্পের ব্যানার নিয়ে এসেছিল: ম্যাককনেল
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ‘দুর্বৃত্ত’ বলে অভিহিত করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তার দল রিপাবলিকান পার্টির সিনেটর মিচ ম্যাককনেল।
স্থানীয় সময় শনিবার সিনেটে ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত ভোট শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ম্যাককনেল বলেন, ‘ওই দুর্বৃত্তরা তার (ডোনাল্ড ট্রাম্প) ব্যানার বহন করছিল, তার পতাকা টাঙ্গিয়েছিল ক্যাপিটলে এবং বারবার চিৎকার করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল।’
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেওয়া এবং তা উল্টে দেওয়ার চেষ্টা করা, কারচুপির মনগড়া অভিযোগে মামলা করা এবং ক্যাপিটল হিলে অধিবেশন পণ্ড করতে নিজের উন্মত্ত সমর্থকদের প্ররোচিত করার অভিযোগে অভিশংসিত ট্রাম্পের নিন্দা জানিয়ে রিপাবলিকান দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দায়িত্বপালনে একের পর এক লজ্জাজনক অবহেলার দৃষ্টান্ত রেখে গেছেন ট্রাম্প।’
ভোট বিষয়ক সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কংগ্রেস ভবনে কলঙ্কজনক হামলার ঘটনায় অভিশংসিত হলেও সিনেটের বিচারে আবারও রেহাই পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সিনেট ভোটে ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৫৭ জন, আর বিপক্ষে ৪৩ জন। আর এতেই অভিশংসিত হওয়া থেকে উতরে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এক্ষেত্রে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে ৬৭ জন সিনেটরকে ভোট দিতে হতো। ১০ ভোট কম পাওয়ায় অভিশংসনের হাত থেকে সিনেটে দ্বিতীয়বারের মতো রক্ষা পেলেন ট্রাম্প।
এদিকে সিনেটে খালাস পাওয়ার পর মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প। অভিশংসনের হাত থেকে মুক্তি পাওয়ার পরপরই দেওয়া এক বিবৃতিতে সিনেটের এই অভিশংসন শুনানির তীব্র সমালোচনা করে এই বিচারকে ‘ইতিহাসের সবচেয়ে বড় ডাইনি খোঁজার মিশন’ বলে অভিহিত করেন তিনি।
তবে ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে শনিবারের বক্তব্যে ক্যাপিটলে হামলার জন্য সরাসরি তাকে দায়ী করেছেন সিনেট সদস্য মিচ ম্যাককনেল। এ বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ নেই…একেবারেই কোনো সন্দেহ নেই যে ক্যাপিটল হিলে ন্যাক্কারজনক ওই দাঙ্গার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাস্তবিক এবং আদর্শিক- দু’দিক থেকেই দায়ী।’
শনিবার সিনেটে ট্রাম্পকে অভিযুক্ত করে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৭ রিপাবলিকান সদস্য; তবে সেই তালিকায় নেই মিচ ম্যাককনেলের নাম।
এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের এই সিনেটর বলেন, ‘আমি মনে করি, কোনো প্রেসিডেন্ট তার দায়িত্ব ছেড়ে যাওয়ার পর তাকে অভিশংসিত করা অসাংবিধানিক ব্যাপার।’
সূত্র: এনডিটিভি
এসএমডব্লিউ