ভারতের সাম্প্রতিক কৃষক আন্দোলন সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্বলিত অনলাইন প্রচার পুস্তিকা ‘টুলকিট’ নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করায় দিশা রাভি (২২) নামের এক পরিবেশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ফ্রাইডেজ ফর ফিউচারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং এই সংগঠনের ভারত শাখার সংগঠক দিশা রাভিকে শনিবার সকালে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরু জেলার সোলাদেভানাহাল্লি গ্রামে নিজ বাড়ি থেকে দিশাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের একটি দল।

গ্রেপ্তারের পর দিশার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে দিল্লির একটি আদালত তার পাঁচ দিনের পুলিশি হেফাজতও মঞ্জুর করেছেন।

গতবছর সেপ্টেম্বরে কৃষিব্যবস্থা বিষয়ক ৩ টি আইন প্রবর্তন করে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। আইনগুলোতে কৃষিপণ্য মজুদ, মূল্য নির্ধারণ ও বিক্রির বিষয়ে বিদ্যমান কৃষি ব্যবস্থায় যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো শিথিল করা হয়।

ভারতের কেন্দ্রীয় সরকার যদিও বলছে, দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও মুক্তবাজার অর্থনীতির উপযোগী করতেই এই আইনগুলো পাস করা হয়েছে; কিন্তু কৃষকদের বক্তব্য- আইনগুলোর পূর্ণ বাস্তবায়ন শুরু হলে করলে কৃষি পণ্যের বাজারে ভয়াবহ বিপর্যয় ও ভারসাম্যহীন পরিস্থিতি সৃষ্টি হবে।

আইনগুলো বাতিলের দাবিতে গত তিনমাস ধরে দিল্লির সীমান্তে আন্দোলন করছেন কয়েক লাখ কৃষক; আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা যাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন।

যা রয়েছে ‘টুলকিটে’

সহজ করে বললে টুলকিটের সঙ্গে প্রচার পুস্তিকার তুলনা করা যায়। কৃষক আন্দোলন শুরু হওয়া থেকে নানা খুঁটিনাটি বিষয়ে তথ্য রয়েছে ওই টুলকিটে।সেটিকেই নিশানা করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের বিশেষ কমিশনার প্রবীর রঞ্জন এ বিষয়ে বলেন, ‘এই টুলকিটে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় লড়াই বাঁধিয়ে দেওয়ার ইন্ধন দেওয়া হয়েছে। পাশাপাশি, ভারত সরকারের বিরুদ্ধে মত ছড়ানোর জন্য এটিকে ব্যবহার করা হয়েছে। টুলকিটের কারণে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতির ক্ষেত্রে বিরোধ তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে। সেই জন্যই পুলিশ সক্রিয় হয়ে গোটা বিষয়টি দেখছে।’

তিনি আরো বলেন, ‘যারা এই টুলকিট প্রচার করা হবে তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হবে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।’

গত ৪ ফেব্রুয়ারি ভারতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন করে প্রথমবার নিজের টুইটার অ্যাকাউন্টে ‘টুলকিট’ শেয়ার করেছিলেন আন্তর্জাতিক জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। এর জেরে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানোর’ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করেছিল দিল্লি পুলিশ।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ