যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বণ্টনে ভুল, ক্ষমা চাইলেন প্রধান কর্মকর্তা
জেনারেল গুস্তাভে পারনা/সংগৃহীত
যুক্তরাষ্ট্রে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে করোনা মহামারি। দেশটিতে ফাইজার-বায়োএনটেক ও মর্ডানা কোম্পানির কোভিড ভ্যাকসিন অনুমোদন দেওয়া ও প্রয়োগ শুরু হয়েছে।
কিন্তু অনুমোদন দেওয়া হলেও দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বিরতণে সমস্যা তৈরি হয়েছে। অঙ্গরাজ্যগুলোতে প্রতিশ্রুতি মাফিক কোভিড ভ্যাকসিন পৌঁছাতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন। সে কথা স্বীকার করেছেন কোভিড ভ্যাকসিন বিতরণের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা জেনারেল গুস্তাভে পারনা।
বিজ্ঞাপন
অপারেশন ওয়ার্প স্পিডের চিফ অপারেটিং অফিসার জেনারেল গুস্তাভে পারনা ডজনের বেশি অঙ্গরাজ্যের গভর্নরদের কাছে ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ করতে না পারায় ব্যক্তিগত দায়বদ্ধতার কথা স্বীকার করেছেন।
বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর কোভিড ভ্যাকসিন সরবরাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে প্রতিশ্রুতির চেয়ে কম ভ্যাকসিন পাচ্ছেন তারা।
বিজ্ঞাপন
টেলিফোনে সাংবাদিকদের দেওয়া বার্তায় জেনারেল পারনা বেশ কয়েকবার গভর্নরদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, আমি নিজেই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিলাম। নিজেই তা বরাদ্দ দিয়েছি। ফাইজার বা মর্ডানার ভ্যাকসিনেও কোনো সমস্যা নেই।
ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, আবারও নতুন করে শুরু করেছি। আমরা সব সমস্যা পেছনে ফেলে এগিয়ে যাব।
মার্কিন গণমাধ্যমের খবরে জানা যায়, বেশ কয়েকটি অঙ্গরাজ্য থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে তারা প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি ও মিশিগানসহ ১৪টি অঙ্গরাজ্যের তালিকা দিয়েছে।
আবারও নতুন করে শুরু করেছি। আমরা সব সমস্যা পেছনে ফেলে এগিয়ে যাব।
জেনারেল গুস্তাভে পারনা
ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর জে ইনসিলি টুইট বার্তায় জানান, এটি হতাশাজনক। আমাদের সঠিক পরিকল্পনা দরকার।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটার বলেন, হোয়াইট হাউস ধীর গতিতে কাজ করছে।
জেনালেন পেরনা গভর্নরদের উদ্দেশ্যে বলেছেন, ভ্যাকসিন নিয়ে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা হওয়ায় আমি ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, নতুন করে অনুমোদন পাওয়া মর্ডানার টিকা রোববার থেকে অঙ্গরাজ্যগুলোতে পৌঁছানোর কার্যক্রম শুরু হবে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা ২০ মিলিয়ন ভ্যাকসিন দেশজুড়ে বিরতণ করব।
এ প্রক্রিয়া নিখুঁতভাবে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফাইজার ও মর্ডানা উভয়ের ভ্যাকসিন ৯৫ ভাগ কার্যকর। আগামী এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে ও তিন লাখ ১৫ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ।
বিবিসি/ওএফ