বিশ্বজুড়ে করোনা মহামারির প্রেক্ষিতে উন্নত দেশগুলোর টিকা মজুত করার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তার সমালোচনা করে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবনির্বাচিত প্রধান এনগোজি ওকনজো ইউয়েলা বলেছেন, এতে মহামারি আরো দীর্ঘায়িত হবে।

সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ধনী দেশগুলো তাদের নাগরিকদের টিকা দিচ্ছে এবং দরিদ্র দেশগুলোকে অপেক্ষা করতে হচ্ছে- এই প্রবণতা অবশ্যই পরিহার করতে হবে।’

‘এখন পর্যন্ত এই মহামারির যে চিত্র দেখা যাচ্ছে, তাতে এটি স্পষ্ট যে, বিশ্বের সবগুলো দেশ তাদের উল্লেখযোগ্যসংখ্যক নাগরিকদের যতদিন টিকার আওতায় না আনতে পারছে, ততদিন এই মহামারি থেকে মুক্তি সম্ভব নয়।’

সম্প্রতি বেশ কয়েকটি দেশ টিকা রপ্তানির বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করেছে, সেই প্রেক্ষিতেই এ কথা বললেন ডব্লিউটিও প্রধান।  

বিশ্বের সবগুলো দেশের করোনা টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত গ্যাভি টিকা জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞাতা রয়েছে এনগোজি ওকনজো ইউয়েলার। সেই অভিজ্ঞতা থেকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ক্ষেত্রে অর্থাৎ বিশ্বের সবগুলো দেশের টিকাপ্রাপ্তির নিশ্চয়তার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

উন্নয়নশীল দেশগুলোকে টিকা উৎপাদনের অনুমোদন দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’র লঙ্ঘণ করছে কিনা এ নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ইয়েয়োলা বলেন, ‘বিষয়টি অনেকটা এরকম— উন্নয়নশীল দেশগুলো যখন তাদের বেঁচে থাকার দাবি সামনে নিয়ে আসে, তখন উন্নত দেশগুলোর শঙ্কিত হয় যে এর ফলে তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা।’

‘এর সমাধান হলো একটি যথার্থ ও কার্যকর সমন্বয়। এটা যদি নিশ্চিত করা যায়, তহালে উন্নয়নশীল দেশগুলোর সুরক্ষা এবং উন্নত দেশগুলোর বুদ্ধিবৃত্তিক সম্পদ— দু’টোই রক্ষা করা সম্ভব।’

বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর ২৫ বছরের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালক পদে নির্বাচিত হলেন এনগোজি ওকনজো ইয়োয়েলা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ১৬৪ দেশের প্রতিনিধিরা তাকে নির্বাচিত করেন।

৬৬ বছর বয়সী নাইজেরিয়ার নাগরিক ওকনজো ইউয়েলা আগামী ১ মার্চ আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ২০২৫ সালের ৩১ অগস্ট পর্যন্ত এই পদে থাকবেন তিনি।

পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা এএফপিকে এ সম্পর্কে বলেন, ‘একজন নারী বা আফ্রিকান বলে তাকে এই পদে বেছে নেওয়া হয়নি। যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার কারণেই তাকে এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে।’

তবে নির্বাচিত হওয়ার পর কেমন লাগছে- এ প্রশ্নের উত্তরে সাংবাদিক সম্মেলনে ওকনজো ইউয়েলা বলেছেন, ‘একজন নারী এবং একজন আফ্রিকান হিসেবে আমি খুবই গর্বিত।’  

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ