ট্রাম্পের বিরুদ্ধে মামলা
এবার আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান বেনি থম্পসন এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, দুটি উগ্রবাদী গ্রুপের সহযোগিতায় এবং আইনজীবী রুডি জুলিয়ানির সঙ্গে চক্রান্ত করে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা ও সহিংসতা চালান। গত নভেম্বরের নির্বাচনে জয়লাভ করা জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য সেদিন ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল।
বিজ্ঞাপন
প্রথম কংগ্রেস সদস্য হিসেবে বেনি থম্পসন এই মামলা দায়ের করেন। মামলায় অপরাধের শাস্তি এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মামলায় আসামি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তার ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি ও উগ্রবাদী সংস্থা প্রাউড বয়েজ এবং ওথ কিপার্সের সদস্যদের উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর মঙ্গলবার সাংবাদিকদের থম্পসন বলেন, ‘(জানুয়ারি ৬ তারিখে) আমি কেবল আমার দায়িত্বপালন করতে চেয়েছিলাম। তবে ট্রাম্পের উসকানি ও তার সমর্থকদের হামলার কারণে দায়িত্বপালনে আমি বাধাগ্রস্ত হয়েছিলাম।’ এসময় তিনি ক্যাপিটলে হামলার দিন নিজের ভীতিকর অভিজ্ঞতার বর্ণনা দেন।
বিজ্ঞাপন
এদিকে মামলা দায়েরের জবাবে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জানুয়ারির ৬ তারিখে যে সমাবেশ থেকে ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে, সেটা ট্রাম্প আয়োজন করেননি। এমনকি হামলার চক্রান্ত বা সমর্থকদের উসকানি, কোনোটিতেই জড়িত ছিলেন না ট্রাম্প।’
অন্যদিকে মামলা দায়েরের বিষয়ে আইনজীবী রুডি জুলিয়ানির প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে বার্তাসংস্থা এপি।
সূত্র: এপি, এনবিসি
টিএম