দেবী ইয়েলাম্মার উদ্দেশে তৈরি করা হয়েছে আড়াই কেজি ওজনের সোনার শাড়ি

মন্দিরের দেবীর উদ্দেশে অর্পণ করা হয়েছে আড়াই কেজি ওজনের স্বর্ণের শাড়ি, ব্যবস্থা করা হয়েছে ত্রিমাত্রিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীরও। আর এসব আয়োজন করা হয়েছে কেবল একজন ব্যক্তির জন্মদিন উদযাপনের জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিন পালন করতে বিশাল আয়োজন করা হয়েছে। হায়দরাবাদের একটি মন্দিরে দেবী ইয়েলাম্মার উদ্দেশে তৈরি করা হয়েছে আড়াই কেজি ওজনের সোনার শাড়ি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ৬৮ বছরে পা দিয়েছেন কে চন্দ্রশেখর রাও।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাণীসম্পদ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবকে সঙ্গে নিয়ে দেবী ইয়েলাম্মার উদ্দেশে স্বর্ণের তৈরি ওই শাড়ি অর্পণ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। তিনি নিজেও আইনসভার একজন সদস্য। চন্দ্রশেখর রাওকে তেলেঙ্গানা প্রদেশের সবচেয়ে বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেই জাঁকজমকর্পূভাবে জন্মদিন উদযাপন করা হচ্ছে।

জন্মদিন উপলক্ষে বুধবার সকালে হায়দারাবাদের একটি গুরুদুয়ারা মন্দিরে প্রার্থনার আয়োজন করেন প্রাণীসম্পদ মন্ত্রী শ্রীনিবাস যাদব। এরপর বালকামপেট মন্দিরেও প্রার্থনা করা হয়। সেখানেই দেবীর উদ্দেশে স্বর্ণের তৈরি ওই শাড়ি অর্পণ করেন তিনি। এরপর উজ্জায়িনী মহাকালী মন্দিরে সম্পন্ন করা হয় প্রার্থনার আনুষ্ঠানিকতা। পরে হায়দারাবাদের ক্লক টাওয়ার গির্জায়ও প্রার্থনা করেন প্রাণীসম্পদ মন্ত্রী। সেখান থেকে তিনি নামাপালি দরগায় যান এবং সেখানে একটি চাদর উপহার দেন।

এরপর হায়দারাবাদের নেকলেস রোডের জলবিহারে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কর্মজীবন নিয়ে ত্রিমাত্রিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে তেলেঙ্গানা আইনসভার স্পিকার ও প্রাদেশিক মন্ত্রীদের উপস্থিতিতে সেখানে কাটা হয় কেক। এছাড়া জন্মদিন উপলক্ষে রাজ্যব্যাপী এক কোটি চারা গাছ রোপণের কর্মসূচি পালন করেন মুখ্যমন্ত্রীর ভাইপো ও রাজ্যসভার সদস্য সন্তোষ কুমার। এছাড়া পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশের গোদাভারী জেলায় একটি নার্সারীর মধ্যে গাছের চারা কেটে মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তোলা হয়।

তেলেঙ্গানা প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন এবং ছেলে কে টি শর্মা রাওয়ের কাছে পদ ছেড়ে দিতে পারেন বলে সম্প্রতি গুঞ্জনের সৃষ্টি হয়। তবে চলতি মাসের শুরুতে এসব গুঞ্জনকে গুজব হিসেবে উড়িয়ে দেন চন্দ্রশেখর রাও। আরও ১০ বছর বা তারও বেশি সময় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান বলে সেসময় জানান তিনি। আর এবার নিজের জন্মদিনও সে লক্ষ্যেই জাঁকজমকভাবে উদযাপন করছেন তিনি।

সূত্র: এনডিটিভি

টিএম