তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়, অভিযোগ শুভেন্দুর
দু’মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাবেক নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ— তার ছেড়ে আসা দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যকে বাংলাদেশ বানাতে চায়। এ কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে তারা বাংলাদেশ থেকে ‘আমদানি করা’ স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহার করছে।
তবে তাতে কোনো লাভ হবে না এবং নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি এগিয়ে যাবে বলেও আশাবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক এই মন্ত্রী।
বিজ্ঞাপন
সম্প্রতি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে এক সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, ‘তারা যত কিছুই করুক, পশ্চিমবঙ্গের জনগণ পদ্ম শিবিরকেই ভোট দেবে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। মোদি জী আর অমিত শাহ জী যে স্লোগান দিয়েছেন- ২০১৯ মে হাফ, ২০২১ মে সাফ (২০১৯ এ হাফ, ২০২১ এ সাফ)- সেটাই আগামী নির্বাচনে ঘটতে যাচ্ছে।’
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা উক্তি ‘খেলা হবে’র উদাহারণ টেনে সাবেক এই তৃণমূল নেতা বলেন, ‘এই স্লোগানটি চার বছর আগে বাংলাদেশের পার্লামেন্ট সদস্য শামীম ওসমান প্রথম ব্যবহার করেছিলেন।’
বিজ্ঞাপন
‘তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় বলেই ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করছে। আমাদের স্লোগান হলো ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রীরাম’।’
তৃণমূল কংগ্রেসের সাবেক ‘হেভি ওয়েট’ নেতা শুভেন্দু অধিকারী একসময় দলটির সভানেত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন। গত ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি।
বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে সেই সময় তিনি বলেছিলেন, তৃণমূলের ‘ব্যক্তিকেন্দ্রিকতা' তার `আত্মসম্মানে ঘা’ দিচ্ছিল। তখন এ বিষয়ে তিনি তৃণমূলের সাবেক নেতা ও বিজেপির বর্তমান সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের কাছে পরামর্শ চাইতে গেলে মুকুল তাকে ‘আত্মসম্মান বিসর্জন দিয়ে’ দলে না থাকার পরামর্শ দেন। ওই পরামর্শ মেনেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
বিজেপির রাজনৈতিক স্লোগান ‘জয় শ্রী রাম’ নিয়ে কয়েকবার তৃণমূল নেত্রীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে বিজেপি নেতাদের। সর্বশেষ এ সম্পর্কিত ঘটনাটি ঘটে ২৩ জানুয়ারি, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে।
পশ্চিমবঙ্গের ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওইদিন ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মমতা বন্দোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জয়দীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।
মমতা বন্দোপাধ্যায় মঞ্চে ওঠার পরপরই বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া শুরু করলে বক্তব্য না দিয়েই মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন তিনি।
মঞ্চ থেকে নামার আগে বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে হিন্দিতে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটা সমস্ত দলেরই কর্মসূচি। জনতার কর্মসূচি।’
সূত্র: এনডিটিভি
এসএমডব্লিউ