ন্যাটোর সিদ্ধান্তে শান্তির সুযোগ দেখছেন আফগান প্রেসিডেন্ট
আফগানিস্তান থেকে সেনা সরানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি- ন্যাটোর এমন ঘোষণাকে ‘শান্তি প্রক্রিয়ার জন্য সুযোগ’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
গত বছরের ফেব্রুয়ারি মাসে তালেবান বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, চলতি বছরের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল মার্কিন সেনা সরিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। আর এতে দেশটিতে শান্তি রক্ষার কাজে নিয়োজিত ন্যাটো সেনাদের কাজটি কঠিন হয়ে যেত। বর্তমানে আফগানিস্তানে ন্যাটোর প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। বিদেশি সেনা সরিয়ে নিলে দেশটিতে তালেবান বিদ্রোহীদের হামলার পরিমাণ বেড়ে যেতে পারে বলে উদ্বেগ রয়েছে।
বিজ্ঞাপন
বিবিসিকে প্রেসিডেন্ট গনি বলেন, ‘সেনা সরানোর বিষয়ে ন্যাটোর ঘোষণা আফগান সংকটের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংকটের বিষয়ে পুনরায় ভেবে দেখার সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে সামরিক শক্তি ব্যবহার করে যে কোনো সমাধান পাওয়া সম্ভব নয়; সেটাও স্পষ্ট করে দিয়েছে। আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে।’
তিনি আরও বলেন, আফগান সংকট সমাধানের ব্যাপারে ‘নির্দিষ্ট কিছু পন্থা (হামলা-সংঘর্ষ) যে অগ্রহণযোগ্য; সেই ইঙ্গিত এখানে পাঠাতে আন্তর্জাতিকভাবে ‘সমন্বিত প্রচেষ্টা’ প্রয়োজন।’
বিজ্ঞাপন
তবে দেশে স্থিতিশীলতা রক্ষায় ঠিক কী পরিমাণ বা কত দিনের জন্য বিদেশি সেনা থাকা প্রয়োজন- সাক্ষাৎকারে আফগান প্রেসিডেন্ট অবশ্য এটা স্পষ্ট করেননি। তার দাবি, ‘যুদ্ধের ভয়াবহতার ওপর এটা নির্ভর করবে।’
২০০১ সালের সেপ্টেম্বরে জঙ্গি সংগঠন আল কায়েদা যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর পর মার্কিন বাহিনী দেশটিতে অভিযান শুরু করে। আল কায়েদাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্তান থেকে তালেবান সরকার উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটিতে অবস্থান করছে মার্কিন সেনারা। এমনকি ২০১১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ১ লাখেরও বেশি ছিল।
তবে এরপর থেকে দেশটিতে মার্কিন সেনা কমতে থাকায় তালেবান বিদ্রোহীরা আবারও সংগঠিত হতে শুরু করে। ২০১৮ সাল নাগাদ দেশটির দুই-তৃতীয়াংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় বিদ্রোহী যোদ্ধারা। আর গত বছরের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া থমকে যায়।
সেনা সরাতে বাইডেন প্রশাসনের অনীহা আর ন্যাটোর ঘোষণাতেই শান্তির সুবাতাস দেখছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। কারণ তালেবান বিদ্রোহী গোষ্ঠী কখনও তাকে স্বীকৃতি দেয়নি। মার্কিন বাহিনীসহ বিদেশি সেনারা দেশত্যাগ করলে দেশের নিয়ন্ত্রণ নিয়ে হুমকির মুখে পড়তে হতো তার সরকারকে।
সূত্র: বিবিসি
টিএম