সিরিয়ায় প্রতিদিন চুরি হচ্ছে ১ লাখ ৪০ হাজার ব্যারেল তেল!
মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ ও সংঘাত কবলিত দেশ সিরিয়ায় প্রতিদিন ১ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত পেট্রোলিয়াম চুরি হচ্ছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাকার তেল খনিগুলোতে তেলের এই লুটপাট চলছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর কাসান হালিম খলিল।
সম্প্রতি লেবাননের আল আখবার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন কাসান হালিম খলিল। এই লুটপাটের জন্য সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা সংগঠন এসডিএফকে দায়ী করে তিনি বলেন, ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের সমর্থনে বিভিন্নভাবে গেরিলারা সিরিয়ার তেল লুটপাট করছে।
বিজ্ঞাপন
কাসান হালিম খলিল বলেন, সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে দেখা যায়- মার্কিন সমর্থিত এসডিএফ গেরিলারা ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করে টাইগ্রিস নদীর নিকটবর্তী তারামিশ ও আল মালিকিয়া এলাকা থেকে প্রতিবেশী ইরাকে এই তেল পাচার করে। প্রতিদিন সিরিয়া-ইরাকের সীমান্তবর্তী এলকা আল মাহমুদিয়ার অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ইরাকের ভেতরে এসব চোরাই তেল নেওয়া হয়।
হাসাকা প্রদেশের গভর্নর জানান, মার্কিন সেনারা এসডিএ গেরিলাদের নির্দেশ দিয়ে রেখেছে যে, সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো যেন তেল না পায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেখানে সিরিয়ার সাধারণ মানুষ প্রচণ্ড শীতে জ্বালানি সংকট ও খাদ্য সংকটে ভুগছেন সেখানে সংঘাতের সুযোগ নিয়ে মার্কিন সমর্থিত কুর্দি এসডিএফ গেরিলারা তেল পাচার করছে।
গত জুলাই মাসে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রথম যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে সিরিয়ায় তেল লুটপাটের বিষয়টি সামনে আনেন। এই লুটপাটের সঙ্গে মার্কিন সেনারা সম্পৃক্ত বলেও উল্লেখ করেছিলেন তিনি।
সূত্র: পার্স টুডে
এসএমডব্লিউ