মার্কিন ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে করোনায় শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। তবে টিকা সরবরাহ নিয়ে কিছু বিতর্ক ও জটিলতা থাকায় দেশটির টিকাদান কর্মসূচিতে এখনই এই টিকা যুক্ত হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা ফাইজার-বায়োএনটেক করোনা টিকাটির সম্পূর্ণ অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।  

দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা জানিয়েছে, এর মাধ্যমে প্রথমবারের মতো মহামারি করোনাভাইরাসের কোনো টিকার সম্পূর্ণ অনুমোদন দিল ব্রাজিল। এর আগে দেশটি অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোভ্যাকের উদ্ভাবিত টিকার জরুরি অনুমোদন দিয়েছিল।   

ফাইজার টিকার অনুমোদন দেশটির জন্য সুসংবাদ। কেননা মহামারি করোনায় দ্বিতীয় সর্বাধিক প্রাণহানি দেখা দেশ ব্রাজিলে টিকাদান কর্মসূচি দিন দিন বিলম্বিত হচ্ছে এবং তা রাজনৈতিক জটিলতায় এখন জর্জরিত। 

রয়টার্স তাদের প্রতিবেদনে এ খবর জানিয়ে লিখেছে, ফাইজার টিকা বিশ্বব্যাপী ব্যাপক কার্যকর হিসেবে প্রমাণিত হলেও এখনো এটা অস্পষ্ট যে এই অনুমোদন দেশটিতে টিকা সরবরাহের পথটি প্রশস্ত করবে কিনা।

ফাইজারের ব্রাজিল প্রধান মার্টা ডিয়েজ বলেন, ‘দেশের মানুষকে টিকা দেওয়ার বিষয়ে সহযোগিতা করার জন্য ব্রাজিল সরকারের সঙ্গে আলোচনা আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’ তিনি অবশ্য বিষয়টি নিয়ে ‍বিস্তারিত কোনো তথ্য জানাননি।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি রয়টার্স। তবে দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো ফাইজারের প্রস্তাবিত চুক্তির একটি শর্ত নিয়ে এর আগে প্রকাশ্যে সমালোচনা করেছেন। 

এএস