পূর্ব-আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি এবং সরকারের উচ্চ-পর্যায়ের কর্মকর্তারা গোপনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এবং স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রেসিডেন্টের গোপনে ভ্যাকসিন নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

তবে উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী জেন আছেং প্রেসিডেন্টের গোপনে ভ্যাকসিন নেওয়ার খবর অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরুর আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গোপনে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। 

স্থানীয় দৈনিক ডেইলি মনিটর এবং মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে খবর প্রকাশিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এক টুইটে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট এমনকি তার ঘনিষ্ঠ সহযোগীদের কেউই এখনও কোভিড-১৯ এর টিকা নেননি।

আমি স্পষ্টভাবে বলতে চাই— প্রেসিডেন্ট মুসেভেনি অথবা তার ঘনিষ্ঠদের কাউকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়নি।

উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী জেন আছেং

আফ্রিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২২১ জন। দেশটি শিগগিরই ভারতের কাছে থেকে অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন উপহার পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া সহায়তা হিসেবে চীনের সিনোফার্মের ৩ লাখ ডোজ করোনা টিকা পাওয়ার কথা রয়েছে দেশটির। তবে এসব ভ্যাকসিনের সরবরাহের সময় এখনও প্রকাশ করা হয়নি।

এসএস