জাপানি বহুজাতিক গাড়ি নির্মাতা কোম্পানি সুজুকির চেয়ারম্যান ওসামু সুজুকি আগামী জুনে অবসরে যাবেন। তার বয়স ৯১ বছর। অবসরে যাওয়ার পর সুজুকি করপোরেশনের জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি। বুধবার কোম্পানিটি এমন তথ্য জানিয়েছে।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী টেসলার মতো মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ইলেকট্রিক গাড়ি তৈরি করে বিশ্ববাজারে যে আধিপত্য তৈরি করেছে তার সঙ্গে পাল্লা দিতে নতুন নেতা জন্য পদ ছাড়ছেন ওসামু।   

সুজুকির মনযোগ যে ইলেকট্রিক গাড়ির বাজারে তারও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা কোম্পানিটি আরও ঘোষণা দিয়েছে যে, আগামী পাঁচ বছরে ইলেকট্রিক প্রযুক্তি খাতে এক লাখ কোটি ইয়ান বিনিয়োগ করবে সুজুকি। 

সুজুকির চেয়ারম্যান ওসামু সুজুকি

ওসামু সুজুকি অবসরে যাওয়ায় তার ছেলে তোশিহিরো সুজুকি যে সুজুকির কর্ণধার হচ্ছেন তাও প্রায় নিশ্চিত। তোশিহিরো সুজুকি এখন কোম্পানিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।  

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোশিহিরো সুজুকি বলেন, ‘কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক লড়াইয়ে সুজুকির অংশ নেওয়া প্রয়োজন। আমাদের মনোযোগ এখন শূন্য কার্বন নিঃসরণের দিকে। বিশ্বে যা কিছু হচ্ছে তার সঙ্গে অবশ্যই সুজুকিকে খাপ খাওয়াতে হবে। কার্বন নিঃসরণবিরোধী লড়াইও তারই অংশ।’  

জাপানের চতুর্থ বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সময়ে আসলো যার এক সপ্তাহ আগেই দেশেরই আরেক গাড়ি নির্মাতা কোম্পানি ও সুজুকির অন্যতম প্রতিদ্বন্দ্বী হোন্ডা মোটর করপোরেশন নতুন একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়ে যিনি সাহসী সিদ্ধান্ত নিবেন বলে ঘোষণা দিয়েছেন।  

এএস